সবাই দেখে প্রলয়ঙ্করী ঝড় ঈষাণ কোনে
ভয়ঙ্কর কালো মেঘ শীলা বৃষ্টি বজ্রপাত
কেউ দেখেনা বজ্রাহত হৃদয়ের রক্ত রণে
শোক সাগরের অথই জলে জীবনের সূত্রপাত
শিকারী বাঘের মুখে চিত্রা হরিনীর ঘাড়
ব্যাঙের উরুতে সাপের বিষাক্ত দাঁত
বাস্তবতার বজ্রপাতে ভাঙ্গছে বুকের হাড়
দিনের আলোয় কেউ জানেনি কান্না ভেজা রাত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

