আস’আদ ইবন কারব আল হিমায়ারী
যে আসেনি এখনো আমি তাঁর জেনে গেছি নাম
সে যে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
হে প্রভু, আমি সাক্ষ্য দিচ্ছি, তোমার রাসূল –
আসবেন তিনি ধরাতলে জানি নিশ্চিত, নির্ভুল।
হায়! আমার আয়ু যদি হয় সীমাহীন,
যদি বেঁচে থাকি তিনি আসবেন যেদিন;
তবে দাঁড়াবোই তাঁর পাশে, বাড়াবো এ হাত –
বন্ধু, সাহাবী হব – আনতে প্রভাত।
ভাই হয়ে পাশে পাশে রবো রাতদিন
অমল বিভায় ধরা রাঙবে যেদিন।
যে আসেনি এখনো আমি তাঁর জেনে গেছি নাম
সে যে আহমদ সাল্লাল্লাহু আলাইহি অয়া সাল্লাম।
আস’আদ ইবন কারব আল হিমায়ারী আরবের একজন প্রাচীন কবি। তাঁর জন্ম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রত্যাদেশ প্রাপ্তির সাতশত বছর পূর্বে। তিনি নবীজীর আগমন সম্পর্কে স্থির বিশ্বাসী ছিলেন এবং তাঁর অনেক কবিতায় এ বিশ্বাসের কথা ব্যক্ত হয়েছে। কবিতাটি ভাষান্তর করেছেন রেজাউল করিম ইসলামাবাদী, কাব্যানুবাদে আসাদ বিন হাফিজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


