ঈদের অগ্রিম টিকিট মিলছে না রাজধানীর পরিবহন কাউন্টারগুলোতে। গতকালও বাস কাউন্টারগুলোতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে টিকিট না পেয়ে যাত্রীরা এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ছোটাছুটি করেন। তবে গতকাল থেকে বিআরটিসি ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এদিকে ট্রেনের টিকিট যেন সোনার হরিণ হয়ে উঠেছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে ঈদে স্বজনদের সানি্নধ্য প্রত্যাশী অনেকের।
ট্রেনের টিকিট সংগ্রহের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে ঘরমুখী মানুষ। কিন্তু ১৮-১৯ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও আসন পাওয়া যাবে কি না এ নিশ্চয়তা দিতে পারছে না কেউ। গত তিনদিন ধরে দেখা গেছে টিকিট ছাড়ার ২-৩ ঘণ্টার মধ্যেই কাউন্টার থেকে মাইকিং করে বলা হচ্ছে টিকিট নেই। তাতে হতাশ হয়ে ফিরছেন বেশির ভাগ লোকজনই।
গতকাল মঙ্গলবার কমলাপুর স্টেশনে টিকিট বিক্রি পরিদর্শনে গিয়ে যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দীর্ঘ সারি, চাহিদার তুলনায় আসন কম হওয়ায় এই সংকট সৃষ্টি হয়েছে। এ সময় যোগাযোগমন্ত্রী বলেন, টিকিট নিয়ে কালোবাজারি এবং রেল কর্মকর্তাদের কোনোরকম দুর্নীতি মেনে নেওয়া হবে না। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। এছাড়া চাহিদার তুলনায় আসন সংখ্যা কম হওয়ায় টিকিটের এই সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। এ অবস্থায় তিনি স্ট্যান্ডিং টিকিটের সংখ্যা বাড়িয়ে দেওয়ার জন্য রেল কর্মকর্তাদের নির্দেশ দেন।
রেলওয়ে মহাপরিচালক মো. আবু তাহের বলেন, চাহিদার তুলনায় আসন অপ্রতুল। প্রতিদিন প্রায় ৩৫ হাজার টিকিট বিক্রি হচ্ছে। অপরদিকে টিকিট পেতে কাউন্টারের সামনে দাঁড়াচ্ছে প্রায় ৭০ হাজার মানুষ। প্রত্যেকেই ৪টি টিকিট কাটলে প্রায় ৯ হাজার মানুষের মধ্যেই সব টিকিট শেষ হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, যাত্রীসেবা বাড়াতে এবারো ১৫০টি অতিরিক্ত কোচ, ১০টি ইঞ্জিন ও ৭ জোড়া বিশেষ ট্রেন প্রস্তুত রাখা হয়েছে।
রেলওয়ে ঢাকা বিভাগীয় কর্মকর্তা সরদার শাহাদাত আলী বলেন, ঈদের অগ্রিম টিকিট ১৮টি কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। কাউন্টারের সামনে যে পরিমাণ লোকজন টিকিট কাটতে দাঁড়াচ্ছেন তাদের সবাইকে টিকিট দেওয়া অসম্ভব। অগ্রিম টিকিটের চাহিদা সাধারণ সময়ের চেয়ে বেড়েছে কয়েক গুণ। প্রত্যেকে গড়ে চারটি করে টিকিট নিচ্ছেন। ফলে টিকিট শেষ হচ্ছে দ্রুত। যারা টিকিট পাচ্ছেন না তারা স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হচ্ছেন।
এদিকে গতকাল মঙ্গলবার থেকে বিআরটিসি ঈদের টিকিট ছেড়েছে। রাজধানীর একাধিক বিআরটিসি ঈদ সেবা সার্ভিসের টিকিট ছেড়েছে। ঈদে ঘরে ফেরা মানুষের সেবায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন বিআরটিসির কর্মকর্তারা।
বিআরটিসির মতিঝিল ডিপোর জিএম (অপারেশন) খান কামাল উদ্দিন জানান, মতিঝিল ডিপো থেকে ১৬টি রোডে প্রতিদিন ৯০টি গাড়ি চলাচল করবে। প্রয়োজনে ঈদের দিনও ঢাকার পার্শ্ববর্তী রোডে একাধিক দ্বিতল বাস চালানো হবে। অন্যদিকে ঈদে যাত্রীর জন্য একটি মনিটরিং সেল খোলা হয়েছে।
বাসে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া : দূরপাল্লার বাসে ১৪, ১৫ ও ১৬ তারিখের বাসের টিকিট আর মিলছে না। কাউন্টার থেকে বলা হচ্ছে, টিকিট বিক্রি শেষ; তবে কালোবাজারে টিকিট পাওয়া যাচ্ছে। গতকাল মঙ্গলবার ঢাকার গাবতলী, শ্যামলী, টেকনিক্যাল, কল্যাণপুরসহ বেশ কয়েকটি স্থানের বাস কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, বিভিন্ন রুটের ১৪, ১৫ ও ১৬ তারিখের টিকিট শেষ। বিশেষ করে উত্তরাঞ্চলের বাসের টিকিট মিলছেই না। এবারে ১৫ আগস্ট থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে, তাই অনেকেই ১৪ তারিখ রাতে ঢাকা ছেড়ে যাচ্ছেন। কাউন্টারগুলোতে কথা বলে জানা গেছে, ১৪ আগস্টের টিকিটের চাপ সবচেয়ে বেশি। যারা এই দিনে যেতে পারছেন না, তারা ১৫ বা ১৬ তারিখের টিকিট খুঁজছেন।
এবারো বাসের ভাড়া বেশি নিচ্ছেন মালিকরা। বছরের অন্য সময় ঢাকা-খুলনা রুটে শীতাতপ বাসের ভাড়া ৯০০ টাকা, এখন নেওয়া হচ্ছে ১ হাজার ১০০ টাকা। সাধারণ বাসের ভাড়া ৪৭০ থেকে ৫০০ টাকা, এখন নেওয়া হচ্ছে ৬০০ টাকা। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী রুটেও। লালমনিরহাটের ভাড়া ৫০০ থেকে ৫৫০ টাকা। ঈদ উপলক্ষে নেওয়া হচ্ছে ৭৫০ থেকে ৭৮০ টাকা। নীলফামারীর ভাড়া ৭০০ টাকা, ছিল ৬০০ টাকা।
বাড়তি ভাড়ার ব্যাপারে সোহাগ পরিবহনের গাবতলী কাউন্টার ব্যবস্থাপক মাইন উদ্দিন বলেন, ঈদের দিনগুলোতে ঢাকায় ফেরার সময় যাত্রী পাওয়া যাবে না, প্রতিটি বাস খালি আসবে। তাই যাওয়ার টিকিটের দাম কিছুটা বেশি রাখা হচ্ছে।
টিকিট মিলছে না বাসে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তৌহিদি জনতার নামে মব সন্ত্রাস

ছবিঃ অনলাইন থেকে সংগৃহীত।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্মের নাম ব্যবহার করে সংঘটিত দলবদ্ধ সহিংসতার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে তৌহিদি জনতা পরিচয়ে সংঘবদ্ধ হয়ে... ...বাকিটুকু পড়ুন
মুখ গুজে রাখা সুশীল সমাজের তরে ,,,,,,,,

দুর্যোগ যখন নামে আকাশে বাতাশে আগুনের ধোঁয়া জমে
রাস্তা জুড়ে কখনো নীরবতা কখনো উত্তাল প্রতিবাদের ঢেউ
এই শহরের শিক্ষিত হৃদয়গুলো কি তখনও নিশ্চুপ থাকে
নাকি জ্বলে ওঠে তাদের চোখের ভেতর নাগরিক বজ্র
কেউ কেও... ...বাকিটুকু পড়ুন
নজরুল পরিবারের প্রশ্ন: উগ্রবাদী হাদির কবর নজরুলের পাশে কেন?

প্রায় অর্ধশতাব্দী আগে কাজী নজরুল ইসলামের দেহ সমাধিস্থ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে। শনিবার বাংলাদেশের স্থানীয় সময় বিকেল ৪টে নাগাদ সেখানেই দাফন করা হল ভারতবিদ্বেষী বলে পরিচিত ইনকিলাব মঞ্চের... ...বাকিটুকু পড়ুন
হাদির আসল হত্যাকারি জামাত শিবির কেন আলোচনার বাহিরে?

গত মাসের শেষের দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ারের ছেলে সালমান, উসমান হাদির সঙ্গে খু*নি ফয়সালের পরিচয় করিয়ে দেন। সেই সময় হাদিকে আশ্বস্ত করা হয়—নির্বাচন পরিচালনা ও ক্যাম্পেইনে তারা... ...বাকিটুকু পড়ুন
দিপুকে হত্যা ও পোড়ানো বনাম তৌহিদী জনতা!

পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড (Pioneer Knitwears (BD) Ltd.) হলো বাদশা গ্রুপের (Badsha Group) একটি অঙ্গ প্রতিষ্ঠান। বাদশা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান কর্ণধার হলেন জনাব বাদশা মিয়া, যিনি একইসাথে এই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।