
১৯৮৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১৬ সালের ৩১ শে
আগস্ট পর্যন্ত কাশ্মীরে ইন্ডিয়ান আর্মির নির্যাতনের একটি
পরিসংখ্যান
নিহত কাশ্মীরের নাগরিক - ৯৪,৫০৪ জন
থানা হেফাজতে মৃত্যু - ৭,০৬২ জন
ঘরবাড়ি ধ্বংস - ১,০৬,২৬১ টি
বিধবা হয়েছে - ২২,৮২৪ জন নারী
এতিম হয়েছে - ১,০৭,৫৮৬ জন শিশু
ইন্ডিয়ান আর্মি কর্তৃক গণধর্ষণের ঘটনা - ১০,৪৩৩ টি
আরেকটি বিষয় জেনে রাখা প্রয়োজন।কাশ্মীর পৃথিবীর
সবচেয়ে বেশী সামরিক সৈন্য দ্বারা নিয়ন্ত্রিত এলাকা।এই
ক্ষুদ্র এলাকার বিদ্রোহ দমনে রাখতে ইন্ডিয়া মোতায়েন
করেছে প্রায় দশ লক্ষ সেনাসদস্য।
কাশ্মীরিরা স্বাধীনতার জন্য যুগের পর যুগ জীবন দিয়ে
যাচ্ছে কিন্তু তবুও তারা ইন্ডিয়ার সাথে থাকতে রাজি নয়।দুঃখজনক
বিষয় হচ্ছে,৬৯ বছর ধরে ইন্ডিয়ান আর্মির এই বর্বরতার
বিরুদ্ধে সারাবিশ্ব নীরব ভুমিকা পালন করলেও সম্প্রতি ইন্ডিয়ান
১৭ জন আর্মির নিহতের ঘটনায় ঠিকই নিন্দার ঝড় উঠিয়েছে।
প্রায় এক লক্ষ কাশ্মীরীকে হত্যা করা তাদের কাছে
জঙ্গিবাদ নয় কিন্তু কয়েকজন আধিপত্যবাদী সৈন্য মারা
গেলে সেটা ঠিকই জঙ্গিবাদ!
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




