অনেক সময় আমাদের বাংলা কত তারিখ আমাদের মনে থাকে না। তাই আজ আমরা শিখব কিভাবে ইংরেজী তারিখ থেকে বাংলা তারিখ বের করা যায়। প্রথমে ইংরেজী সন থেকে ৫৯৩ বিয়োগ করে বাংলা সন বের করে নিতে হবে। বাংলা ১লা বৈশাখ সব সময় ইংরেজী এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে শুরু হয় তাই যদি ১৪ এপ্রিলের আগের কোন সন বের করতে হয় তবে ৫৯৪ মাইনাস দিতে হবে । বাংলায় অন্যান্য মাসগুলি পর্যায়ক্রমে ইংরেজি মাসের ১৩ থেকে ১৬ তারিখের মধ্যেই শুরু হয়ে থাকে। যেহেতু ইংরেজি মাসের ১৩-১৬ তারিখের মধ্যে বাংলা মাসগুলির ১ তারিখ শুরু হয়ে থাকে তাই নিচের কোডটি মনে রাখুন। কোডঃ ৪ ৫৫ ৬৬৬৬ ৫৫ ৪৩৫। এখানে বাংলার ১২ মাসের ১২টি কোড আছে পর্যায়ক্রমিকভাবে। কোডটিতে ৪ মানে ইংরেজী মাসের ১৪ তারিখ, ৫ মানে ইংরেজী মাসের ১৫ তারিখ, ৬ মানে ইংরেজী মাসের ১৬ তারিখ এইভাবে যা বাংলা মাসগুলির ১ম তারিখ পর্যায়ক্রমে শুরু হওয়া নির্দেশ করে প্রথম কোডটি ৪ মানে এপ্রিল মাসের ১৪ তারিখের কোড সর্বশেষ কোড ৫ মানের মার্চ মাসের ১৫ তারিখ। উদহরণঃ ধরুন ১৯৫২ সালের ২১ সে ফেব্রুয়ারি ভাষা শহিদ দিবস এখন এই দিনটি বাংলা কতো সনের কথা তারিখ কিভাবে বের করবেন তার নিয়ম দেয়া হলো। প্রথমে ১৯৫২ থেকে বাংলা সালে রুপান্তরিত করার নিয়ম (১৯৫২-৫৯৮)= ১৩৫৮ এখানে ৫৯৪ মাইনাস করার কারন ১৪ এপ্রিলের আগের সাল বের করতে আগে ৫৯৪ মাইনাস করে সাল বের করতে হবে ১৪ এপ্রিলের পরে হলে ৫৯৩ মাইনাস হতো। এখন তারিখে রুপান্তর করব ২১ সে ফেব্রুয়ারির কোড ৩ মানে ১৩ তাই ২১ থেকে ১৩ বাদ দিলে থাকে ৮ দিন কোড অনুযায়ী ৮ ফাল্গুন।

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




