১.সকালে পত্রিকা খুলেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না।পড়িমরি করে আরও দুই তিনটা পত্রিকার ইন্টারনেট সংস্করণে ঢুঁ মারলাম।কিন্তু না,ঘটনা নিশ্চিত হওয়ার পরে মোটামুটি লজ্জায় আমার মাথা প্রায় কাটা যায়।তক্ষুনি মনে চাইল কোথাও গিয়ে লুকাই।সারা দুনিয়া যখন প্রযুক্তির সাথে দৌড়াচ্ছে, আমরা তখন কচ্ছপের কাছে হাঁটা শিখছি বলেই আমার মনে হল।ভোট দিলাম ডিজিটাল বাংলাদেশের জন্য,কিন্তু এখন দেখি দেশ এনালগেরে পিছনে ফেলে লৌহ যুগের দিকে যাচ্ছে।হায় খোদা আপনে জমিন ফাঁক করেন,আমি সেখানে ঢুকি!
২.আমার স্পষ্ট মনে আছে,পেপারেই দেখেছিলাম কালো করে, মাথায় কম চুলওয়ালা এক লোক নাইনশুটার নিয়ে দৌড়াচ্ছেন।এই ঘটনা আজ থেকে প্রায় একযুগ আগের ঘটনা।দেশ কি এই এক যুগেরও বেশি সময়ে এতোটাই পিছিয়েছে যে,এখনকার শিক্ষিত ছেলেদেরকে রামদা-বটি নিয়ে দৌড়াতে হবে?এটাতো লজ্জা নয় বরং চরম অপমান যেনও ছেলেগুলো অস্ত্র চালাতে জানেনা।অথচ আগ্নেয়াস্ত্রগুলো দেখতে যেমন সুন্দর কাজেও ঠিক তাই।ট্রিগার চাপলেই আগুয়ান বুলেট সেই সাথে চমৎকার আওয়াজ।অন্যদিকে রড-হকিস্টিক কিংবা রামদা-কিরিচে তেমন কোন আওয়াজ নেই।কিন্তু কর্কশ আর্তনাদ শুনতে হয়।আপনি যদি বহনের কথা মাথায় আনেন,সেখানেও আসমান-জমিন ফারাক। পিস্তল যেখানে কোমরে গুঁজে ফ্রিলি মুভ করা যায় সেখানে বটি কিরিচ হাতে নিয়ে ঘোরা লাগে।এর উপরে আবার ব্রিটিশ মার্কা সাংবাদিকরা তো আছেই।তারা এইসব ঘটনার ছবি বিভিন্ন পোজে তোলে আর গোটা ছাত্রসমাজকে লজ্জায় পড়তে হয়।আর হ্যাঁ,সাংবাদিকগুলোর কি গার্লফ্রেন্ড বলে কিছু নাই?ছবির কোন ছেলে যদি তার বান্ধবীর কাছে প্রশ্নের মুখে পড়ে,তবে সেই প্রশ্নের উত্তর কে দিবে?আর ছবি তোলার অন্তত আধা ঘণ্টা আগে তাদেরকে জানালে তারা স্মার্ট হয়েই মারপিট করতে বের হতো অন্যদিকে মেশিনও কালেক্ট করে বের হতো।
৩.এমতবস্থার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের কাছে নিম্নলিখিত ব্যাপারে আবেদন না জানিয়ে পারছিনাঃ
অবিলম্বে ভর্তুকি মুল্লে ধারালো অস্ত্রের বদলে আগ্নেয়াস্ত্র সরবারহের আবেদন জানাচ্ছি।সেই সাথে রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ বাবদ ভাতা প্রদানের ব্যবস্থা করা হোক।এবং সাংবাদিকরা যাতে অনুমতি ছাড়া ঘটনাস্থলে প্রবেশ করতে না পারে সেই ব্যবস্থাও নেয়া হোক।
৪।মাঝে মধ্যে পুলিশ ভাইরা হল রেইড দেয়,আবার কখনো সখনো মারামারির সময় অস্ত্র খোয়া যায়।তো এই ধরনের বিপদ বিপত্তি থেকে রক্ষা পাওয়ার জন্য মেটলাইফ-এলিকোর মতো ব্র্যান্ড কোম্পানিতে ইনস্যুরেন্স করার সুবিধাও দিতে হবে।এবং প্রিমিয়ামের টাকাও ক্ষমতাসীন সরকার বহন করবে।
পুনশ্চঃছাত্রদল ও ছাত্রশিবিরকেও এই দাবির সাথে একাত্মতা ঘোষণার দাবি জানাচ্ছি।কারণ এটা প্রেস্টিজ ইস্যু বলে কথা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


