আমি ছুডখাড বল্গার, সামুতে মাঝে মইদ্ধে পোস্ট পুস্ট করি। আর বর্তমানে পোস্ট করার চাইতে পড়তেই বেশি ভালো লাগে
আর তারচাইতেও বেশি থাকা হয় ফেসবুকে
কিন্তু দুক্ষের কথা
আমি যেইডা কইতে চাইতাসি সেইডা হইল আপনেরা সবাই আপনেগো ফেবুতে আমারে এড কইরা লন, নাইলে নিজেরে আরো ছুড বল্গার মনে অয়
চিন্তা করলাম আমি সবাইরে ফ্রেন্ড রিকু কেমনে পাঠামু কারন আপনেগো সবাইর আইডি কই পামু আর আমি একলা এত জনরে কেমনে পাঠামু(আবারো কান্দা আহে)
সেলেইগা আপনেরা যুদি আমারে একটা কইরা এড পাঠান সেইটাই বরং বালু হয়।
এইডা আমার ফেবু লিংক : https://facebook.com/ami.chai.35
অথবা ইমিল দিয়া খুজতে পারেন,
ইমেইল: [email protected]
বিদ্র : সামুর পাঠকরা রিকু পাঠাইতে চাইলে পাঠাইতে পারেন আপনেগো রিকু আরো আগে এক্সেপ্ট করা হইব
আর একটা কতা, চাইলে নিচে কমেন্টে আপনের ফেবু লিনকু দেন, কথা দিলাম আমি তাগো এড করুম(অনলি ফর দেম যারা রিকু পাঠাইতে বিরক্ত বোধ করেন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



