খুব ইচ্ছে করে জানো
আমারও একজন রাজকুমার থাকবে
পাতালপুরী গিয়ে ছুঁয়ে আসবে আমায়
আর ফিরে যাবে ভেজা চোখ নিয়ে…
খুব ইচ্ছে করে
কেউ একজন হাত ধরে বলুক-
'চলো ঘুরে আসি-দিগন্তটা-যাবে না ?'
কিংবা অনেক অর্থহীন কথা
হঠাত করেই ছেলেমানুষি আর
শাসনের ছলে মৃদু ধমক…
খুব ইচ্ছে করে
ভালোবাসি বুঝে যাবে বলে রাগের অভিনয়
আর নিষ্পলক
জল ভরা চোখ-অপেক্ষা
ঠিক তখুনি ভেসে আসা "ভালোবাসি
অনেক ভালোবাসি তোকে..."
তারপর
এতক্ষন সামলে রাখা জল
আর থামতে চাইবে না…
খুব ইচ্ছে করে
দমবন্ধ করা ভালোবাসায়
হারিয়ে যেতে গিয়েও ফিরে আসা-
ফিনিক্স এর মত
প্রথম প্রহরের মত
আমারও যে ভালোবাসতে হবে..
প্রখর সূর্য নয়-মোমের নরম আলো হয়ে...
খুব ইচ্ছে করে…খুব…
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




