আমরা কেন প্রতিদিন কয়েক জন আইন জীবির মুখে শুনবো আজ বঙ্গ বন্ধু হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবি হেন বলেছে আর আদালত তেন শুনেছে ? কেন আইনজীবির মুখে শুনতে হবে ? এটা কি পাকিস্তান না বৃটিশ কম্পানির আদালত ? আমরা সরাসরি শুনতে চাই ইন অডিও ভিডিও ইমেইজ এন্ড টেক্সট।
আদালত কেন কেমেরা রিপোর্টার ইত্যাদী এলাও করবে না ? কেমেরা হলো এদেশের মানুষের চোখ। তাহলে আদালত কি এদেশের সাধারন মানুষকে এলাও করবে না ? কেন তাদের এই গোপনীয়তা ? কোন দেশের আদালত এগুলো ? তাহলেকি আমরা এখনও পরাধীন ?
লেখক বলেছেনঃ হাউ কাম একটা স্বাধীন সার্বভৌম গনতান্ত্রীক দেশে একজন সাধারন নাগরীক তার নিজের দেশেরই আদালতের ভেতরটা দেখতে চাইলেই আদালত অবমাননা হবে ? জনগনকে হাইকোর্ট দেখালে চলবে না। ব্যাখ্যা করে দেখাতে হবে কেন কোথায় এবং কি ভাবে। আর এই জনগনের এই অধিকার থাকাটাই স্বাধীন বিচার ব্যবস্থার অপরিহার্য উপাদান। এখন আদালতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা স্বাধীন বিচার ব্যবস্থা হতে চায় নাকি পরাধীন ব্যবস্থা অধিক ভালো লাগে ?
দ্রঃব্রঃ স্বাধীন বিচার ব্যবস্থায় আদালত শুধুমাত্র জনগনের কাছে সম্পূর্ন জবাবদিহী থাকবে। প্রকশ্য দিবালোকে জন চক্ষূ সন্মূখে বিচার কার্য।
উল্লেক্ষ্যঃ আমাদের লোকজনের অতি আদালত ভীতিই আদালতকে পরাধীন করে দিচ্ছে আরও বেশি। স্ট্যান্ড আপ ওন দা বেকবোন য়ূ ফীল প্রাউড অফ।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




