অনলাইন সংবাদ, উপ-সম্পাদকীয়, জনে জনে জনতা, নয়মাস পরে ডিজিটাল বাংলাদেশ-একঃ লেখক মোস্তাফা জব্বার
১২ ডিসেম্বর ২০০৮ বাংলাদেশ আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। দলের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা সেদিন তার নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেন যে, বাঙালির স্বাধীনতার ৫০ বছরে, ২০২১ সালে বাংলাদেশ ডিজিটাল বালাদেশে পরিণত হবে।
এখানে স্মরণ করা যেতে পারে যে, ডিজিটাল বাংলাদেশ ধারণাটির জন্ম হয়েছে এই ঘোষণার অনেক আগে। ২০০৭ সাল থেকেই দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় আমার লেখা হিসেবে এই ধারণা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি ২০০৭ সালের বইমেলায় সেস্নাগান দিয়েছে 'একুশের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ'। এই সমিতির মেলায় বারবার থিম করা হয়েছে 'টুয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ', 'ওয়ে টু ডিজিটাল বাংলাদেশ' ইত্যাদি।
ঢাকা, ২৪ অক্টোবর ২০০৯
[লেখক : তথ্যপ্রযুক্তিবিদ, কলামিস্ট, দেশের প্রথম ডিজিটাল নিউজ সার্ভিস আবাস-এর চেয়ারম্যান- সাংবাদিক, বিজয় কি-বোর্ড ও সফটওয়্যার এবং ডিজিটাল বাংলাদেশ-এর প্রণেতা।]
ডিমের আগেই বাচ্চার দাবীদার পাওয়া গেল।
ফুল লেখাটির লিংক এখানে। Click This Link লেখক কি লিখলেন বা বুঝালেন তা কতটুকু পরিমানে আকাশ কুসুম আমার মাথায় ঢুকছে না।
যাহউকঃ
ডিমের আগেই বাচ্চার দাবীদার পাওয়া গেল।
সাবধান এন্ড বি এওয়ার।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




