তয় মগবাজারের গেলম্যানরা নাকি এখন প্রতি রাইতে একজন কইরা অসুস্থ্য হইয়া পড়তাছে। ব্লগেও তাগো এই জন্য কম দেখা যাইতাছে। প্রত্যেকেই পশ্চাতদেশ ব্যথায় কাতর।
২. আইজ মুক্তি পাইছে কোকো। থাইল্যাণ্ড যাইবো সে। এতদিন বুকে হাত ছাড়া আর কোথায় হাত দেখা যায় নাই। মুক্তি পাইয়া তার হাতও দেহি উপরে উইঠা গেছে। এই হাত এখন কৈ কৈ যাইবো সেইডাই দেখার বিষয়।
থাইল্যান্ডের মাদক নিরাময় কেন্দ্রগুলার ঠিকানা কেউ কী দিবেন?
৩। দুর্নীতির প্রতীক তারেকও মুক্তি পাইবো। তার নাকি মেরুদন্ডে ব্যথা। এখন দেখার বিষয় হইলো ভাঙ্গা মেরুদন্ড নিয়া সে কার কার উপর বুকডন দেয়।
আসেন সবাই আমরা উল্লাস করি।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




