সাব্বাশ..একটা গাব আর একটা বুদ্ধিমান মানুষের ম্যানিপুলেশন এর পার্থক্যটা সাধারণত খুব স্থূল হয়, গাব যেটা করে চোখ কান বন্ধ করে নিজের কথাটাই বলতে থাকে, কিন্তু বুদ্ধিমান মানুষ ম্যানিপুলেশন করতে টাইম নেয়, সবার কথা শোনে..ব্রাদার, আমি তোমার কাছ থেকে পরেরটা আশা করেছিলাম, প্রথমটা না..তুমি হাসান মোরশেদ ভাইয়ের পোস্ট টাকে যেইভাবে বিকৃত করলা, আমি বলতে বাধ্য হচ্ছি, এইরকম স্থূল, নিম্নরূচির উপস্থাপন মনে হ্য় না আর কারও পক্ষেও কখনও সম্ভব ..
কি আর করবা বল, সবাই বড় বড় কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বললেই সবাই কেন জানি খুব আবেগপ্রবণ হয়ে পড়ে..আর যেখানে মানুষের আবেগটাই পণ্য,সেখানে মুক্তিযুদ্ধের কথা আর নাই বললাম..তো চালাক তুমি তো ধরেই ফেললা হাসান মোরশেদ ভাই, অরপি ভাই, অরূপ , হিমু আরও অনেকেই ধুরন্ধর ব্যবসায়ী, মানুষের সেন্টিমেন্ট টাকে তারা কাজে লাগাইসে, তাদের পোস্টে হিট বাড়সে, তারা তো সেটাই চায় তাইনা ?? এই ব্লগে কে কি বলল তা নিয়ে তাদের মাথাব্যাথার শেষ নাই, আর ঐ দিকে যে নিজামী মুজাহিদ রা গাড়িতে পতাকা লাগায় ঘুরে ঐদিকে তো তাদের কোন খবর নাই..জানই তো গা বাচায় চলা আমাদের স্বভাব, একটা নির্দিষ্ট সীমানার বাইরে আমরা কখনও যাইনা, ঐ সীমানার মধ্যেই আমরা এক একটা টিনের সৈন্য..কিন্তু একটা ব্যাপার জান, কেউ কেউ কেমন জানি একটু অন্যরকম হ্য়..তারা কেমন করে জানি একা থ্রিনটথ্রি রাইফেল নিয়ে এক প্লাটুন সৈন্যের সামনে ঝাঁপিয়ে পড়ে..নিশ্চন্ত মৃত্যূ জেনেও চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় নদীপারের ঠান্ডা বাতাসে জীবনানন্দের কবিতাই হ্য় তার শেষ কথা..আমরা সাধারণ মানুষরা ঐ মানুষগুলাকে দেখে ভ্য় পাই, সীমানা পেরিয়ে যাওয়া মানুষগুলাকে দেখে আমরা অবাক হই, আমরা তাদের অনুভূতিকে স্পর্শ করতে চাই.. জানি পারব না, তবুও তাদের রেখে যাও কিছু কাজ আমরা শেষ করে যেতে চাই, এই ভার আমরা আর পরের প্রজন্মকে দিয়ে যেতে চাই না...জানি তোমার সুফী সাধনার কাছে তুচ্ছ এই কাজগুলা, জানি তোমার মহান সাধনা চিরন্তন, আর আমাদের এই আবেগতো শুধুই ক্ষনিকের..তবুও প্রশ্ন থাকে, এই তচ্ছাতিতুচ্ছ কাজগুলার প্রত্যেকটাতেই যখন একজন হাসান মোরশেদ ভাইকে আমরা পাই, জেবতিক ভাই যখন রাতের ঘুম বাদ দিয়ে পোস্টের পর পোস্ট দিতে থাকে, অরপি যখন তার বাবার ফেলে যাওয়া ডাইরীর পাতা রাতের পর রাত জেগে তার পরবর্তী প্রজন্মের চোখের সামনে মেলে ধরে,
হোয়াট দা ফাক ইউ ডিড দেন ????
মরমী সাধু, সব মানুষের মনের সব রহস্য বুঝলা, ৩০ লক্ষ মানুষ যে নাই হয়ে গেল এইটা বুঝলা না ??
আমি তোমারে ক্য়দিন আগে একটা প্রশ্ন করসিলাম যে তুমি সবকিছুতেই বিশ্বাস কর নাকি..তোমার জবাব ছিল বোকারা এমনই হয় ...সাদিক মোহম্মদ আলম, এবার একটু বোকা হও, মুখে আর মনে...
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৭ রাত ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




