

এটা কোলকাতার ৪৬ এর দাঙ্গার ছবি

চোখের পানি কিংবা গভীর সমবেদনা নিচের ছবিগুলোর জন্য যথেস্ট নয় ।
আসলে কিভাবে এই ছবিগুলোকে বর্ননা করবো ভাষা খুজে পাচ্ছি না । পাবার কথাও নয়। পঞ্চাশের দশকের বাংলার দুর্ভিক্ষের ছবি ( পঞ্চাশের মন্বত্তর ) ...
কি মনে হয় ?
এখন মাঝে মাঝে চিন্তা করি আমাদের ক্ষিদা এত বেশী কেন ?
কেন এত খাই খাই করি ।
অল্প কোন কিছুতে আমাদের মন না মানার পেছনে এই ছবিগুলোই একটা কারন ।
আসলে কোন একসময় আমরা এত বেশী অভাবে ভুগেছি যে এখনো আমাদের জীনের কোন এক জায়গায় সেই ভীতিটা জেঁকে বসে আছে ।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



