এখনও জানলার ফাঁক দিয়ে
তির্যকভাবে পড়ে সূর্যের আলো
এখনও বারান্দায় চড়ুইয়ের দল
এসে ভিড় করে
এখনও আকাশ কালো করে
বৃষ্টি নামে দুপুরে
এখনও তোমার পাশে থাকবো বলে
অপেক্ষায় থাকি
এখনও পুরোনো সৃতি খুঁজে হাতড়ে বেড়াই
সুন্দর মুহূর্ত গুলো
তোমায় রাঙাবো আমি
সোনা রঙ মেঘেদের রঙে
তোমায় পরাব খোঁপায় কাঁঠালিচাঁপা ফুল
রক্তিম আভায় আকাশ সাজবে যেদিন সন্ধেবেলা
কনে দেখা রোদে দেখবো তোমায় আমি চুপটি করে
ভাববো কতটা ভালবাসি তোমায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



