ক্লান্ত পথিক..............
এ, এম,এম, আনিসুর রহমান।
আমি এক পথহারা ক্লান্ত পথিক,
সুখের সন্ধানে আজ মরুপথ চলি শুধু;
দুঃখের সাথে মিতালী করে,
জীবনের মরুপথ উত্তপ্ত বালি ধুধু ।।
ক্লান্ত পথিক আমি পথ চলি একা একা,
চলার পথে পাইনি কারো দেখা;
তবু্ও সুখের সন্ধানে পথ চলা,
না জানি জীবনে খুলবে কিনা ভাগ্য রেখা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





