দেশেকে একটি সুস্থ রাজনীতিতে ফিরিয়ে আনা আপনার আমার
নাগরীক অধিকার ।আমরাই পারবো দেশকে আগামী প্রজম্মের কাছে একটি সুস্থ রাজশাসন প্রতিষ্ঠিত করে দিতে ।আর এর জন্য ব্লগাররা যেমন পক্ষ বিপক্ষ থাকবো তেমনি আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে আমারা কিছের জন্য লেখেছি এবং আমাদের লক্ষ্য কি আর এ ভাবনা যখন মাথায় রাখবো তখনই আমাদের মনে পড়বে আমরা দেশে স্বার্থে দেশের জনগণ দেশের জান মালের স্বার্থেই কাজ করছি ।
আমার মনে হয় আমাদের সকলের নিশ্চয় মনে আছে সুকান্তের সে পদ্যাংশটুকোঃ
এসেছে নতুন শিশু,তাকে ছেড়ে দিতে হবে স্থান,
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের,
চলে যাব তবু আজ যতক্ষন দেহে আছে প্রাণ
প্রাণপণে সরাবো জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ।।
প্রতিটি ব্লগারকে মনে রাখতে হবে আমরা ব্লগাররা কলম দিয়ে কাগজে বা ইন্টারনেটে বিভিন্ন ব্লগ ও সামাজিক মাধ্যমে দেশের একটি সুন্দর রাজনীতি পরিবেশ প্রতিষ্ঠিত করতে চাইছি ।তবেই আমরা ক্ষুদে লেখক বা ব্লগাররা পারবো দেশকে সামনে এগিয়ে নিতে ।আমাদের কোন ভাবেই ভুলে গেলে চলবে না দেশের মূল রাজনীতি শক্তি দেশের জনগনই । আর একই সাথে দেশের সরকার বেসরকারী প্রতিষ্ঠাতাদের প্রতি আহ্ববান আপনাদেরও মনে রাখতে হবে বা লক্ষ্য রাখতে হবে আপনাদের ক্ষমতার মূল উৎর্স যেমন দেশের জনগণ তেমন দেশ ও দেশের জনগনের সুখ দুঃখ ভাল মন্দ এবং দেশের জান মাল রক্ষা ও দেখার দায়ত্ব আপনাদের । দেশের জনগণের উদ্ধে কোন দেশেরই কোন সরকার বা বিরোধী দলের প্রধান নন ।তাই দেশের সরকার ও বিরোধীদেরও উচিৎ দেশের সাধারন জনগনের সর্বমতাপেক্ষ্যে দেশকে এগিয়ে নেয়া ।
আমরা দেখে আসছি বিগত কয়েক বছর ধরেই আমাদের দেশের দলীয় এবং বিরোধীয় রাজনীতিবিধদের কর্মশালা । তাছাড়াও দেখে আসছি রাজনীতিকে কেন্দ্র করে কিছু অসাধু রাজনীতিবিধদের কুচক্র পেশাজীবিদের রাজনীতির ফলেমানুষকে দিয়েছে ধোকা আর দলকানাদের দিয়েছেন রাজনীতির নামে দলীয় আশকারা।একই সাথে মানুষকে দিয়েছেন ভুল পথে পায়েতারা ।এছাড়া আর কিছুই দিতে পারেন নাই দেশের দল ও বিরোধী দলের নেতা কর্মরা ।জম্মের আগে থেকে যেমন কেউ কোন কর্ম মায়ের পেট থেকে শিখে আসি নাই,পৃথিবীতে জম্ম নেয়ার পর থেকেই তিলে তিলে বড় হওয়া পড়াশোনা ও যে কোন প্রতিষ্ঠিত হওয়া এবং কর্মের
শিক্ষ্যা নিয়ে বড় হয়েছি । তেমনি ধীর গটিতে আমাদের আগামী দিনগুলোতে পথ চলতে হবে ।একজন কৃষক যখন ফসল ফলান তার জমিতে অনেক সময় ভালো ফলন হয় না তাই বলে কৃষক কিন্তু পিঁছু পা হাঁটেন না এবং হাল ছেড়ে দেন না ।
তাকে নতুন ভাবে ফসল ফলানোর জন্য নতুন কোন অভিনব কৌশলে এগিয়ে চলতে হয় নতুন করে উন্নয়ন ফসল ফলাতে হয় ।
তাই আমাদেরও দায়ত্ব বা উচিত দল বিরোধী যারা রাজনীতি কর্ম নিয়ে রাজমাঠে আছেন তাদের ভালো মন্দ সকল ভুলত্রুটি গুলো সংসোধন করে সঠিক পথগুলো দেখিয়ে দেয়া ।এবং তা হবে সর্ব মতাপেক্ষ্যে ।
সর্ব শেষ আমি মনে করছি বা একটি বক্তব্য দিয়ে লেখা শেষ করছি এই মুহুর্ত্বে দেশে একটি সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে নেয়া আমাদের ব্লগারদের জন্য একটি প্রধান দায়ত্ব ও নাগরীক অধিকার হয়ে দাড়িয়েছে ।তাই আর নয় দন্দ আর নয় মত বিরোধ সকলকে যার স্থান থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় দেশকে এগিয়ে নিতে হবে আগামীর দিকে এবং একটি সুন্দর ও দূর্নীতি মুক্ত এবং অপরাজনীতি মুক্ত পরিবেশ তুলে দিতে হবে নতুন বা আমাদের আগামী প্রজম্মের কাছে ।
একই সাথে আমার পক্ষ থেকে আমি মনে করছি সকল পক্ষ্য বিপক্ষ্য নির্বিশেষে সকল ব্লগারদের ঐক্যবদ্ধ ভাবে দেশের স্বার্থে কাজ করার এখনি উত্তম সময় এসেছে । তাই সকল ব্লগার ভাই বোনদের ধর্ম ও দলমত এবং পক্ষ্য বিপক্ষ্য নির্বিশেষে দেশের স্বার্থ রক্ষ্যাতে কাগজ কলমে এবং ইন্টারনেট ব্লগ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবে কাজের অনুরোধ বা আহ্ববান থাকলো ।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


