মোর বাড়ি অমপুর, মুই অমপুরী
মঙ্গার দ্যাশ বাহে, নোয়ায় যমপুরী?
কীবা না পাওয়া যায় হামার দ্যাশোত
সউক কিছু কয়া যামো ন্যাকার শ্যাষোত।
(২)
মন দিয়া শোনো বাহে কিছু কথা কং
ন্যাকাপড়া জানোং না, ভাবেন না ঢং!
ইণ্ডিয়ার কাছোত যে হামারগুলার বাড়ি
নোক হামরা সাদাসিদা নাই মারামারি।
(৩)
হালচাষ করি খাই, নাই কারখানা
হয় নাই তাই বাহে ন্যাকাপড়া জানা।
অমপুর এ্যালা হইছে আলদা বিভাগ
কত জনকার যে তাই বাড়ছে দেমাগ?
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




