যখন ছবি তোলার বিষয় পাই তখন ক্যামেরা হাতের কাছে থাকেনা, যখন ক্যামেরা হাতে থাকে তখন বিষয় পাইনা আর পেলেও ধাবমান অবস্হায় থাকি। দুটোর সমন্নয় করতে পারিনা। আর যখন ক্যামেরাও হাতে থাকে বিষয়ও পাই তখন ক্যামেরা অন্ হয়না
একটা গ্রামে গিয়েছিলাম। চোখে পড়লো এই নাদুস নুদুস মোরগটাকে। মোরগটা নিয়মিত গোসল করেনা তাই গায়ে একটু ময়লা দেখা যাচ্ছে, ব্যাটা নোংরা কোথাকার!
আমার তোলা ছবি--৫৩
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১২ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




