জানিনা তুমি আছো কতদূর,
তোমার স্পর্শে আমার শিহরণে,আজও আমি অপেক্ষিত।
তুমি হৃদয়ছোয়ার সেই অম্লত্বের ধারণে,
জীবনে মোহরতমার খোজে,একটু স্বানিধ্যের ধারে.....
তবুও আমি অপেক্ষিত তোমারি কাছে,
সাধহীনা মানবের অকূলতার ধারপ্রান্ত বেয়ে,
আজো আছি সেই সীমান্তের দোলায়,
কি হবে সেই পর্শ্বক্ষেতে ভালোবাসার বীজ রেখে,
জানি তুমি আছো,ভালোলাগাই ভালোবাসাই,
তোমার জন্য আজও আমি অপেক্ষিত....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





