আমার এই লেখা অতি ব্যক্তিগত... খুব ইচ্ছা না হলে পড়ে কাজ নেই.... নিজেকে নিয়ে আবোল-তাবোল বলছি শুধু।
আত্মজীবনীর খুব ভক্ত আমি... ছোটবেলায় বিভিন্ন মনীষীর জীবনী পড়ে ভাবতাম আমিও বড় হয়ে লিখব ওরকম.... তখন কি আর ছাই জানতাম... যাদের নিয়ে জীবনী লেখা হয়... তাদের পায়ের নখের যোগ্যও কস্মিনকালে হব না। বয়স যদিও তেমন হয়নি আমার, কিন্তু বিখ্যাত কেউ বা খুব বড়মাপের মানুষ যে হবোনা সেটা হলফ করে বলতে পারি। দুটো কারণ আছে এর পেছনে; এক: আমার মধ্যে কোন ধরণের প্রতিভার স্ফূরণ নেই, দুই: বড়মাপের মানুষ হতে হলে যতোটা পরিশ্রমী আর সহনশীল হতে হয় , তাও আমার হতে ইচ্ছে করেনা। শুধু দিবাস্বপ্ন দেখি মাঝে মাঝে... বিশাল কেউ হয়ে গেছি.. চারদিকে আমার কত নামডাক। কিন্তু আমার অবস্থা তো নন্দদুলালের মতো.... ভেবেই মরি , কিছু করা আর হয়ে উঠেনা। আচ্ছা বিখ্যাত হতে হলে কিছু করতেই হবে এমন কোন কথা আছে? এমনি এমনি হয়ে গেলে কি হতো?
আমি জানি এগুলো খুব ছেলেমানুষী চিন্তাভাবনা, লোকে শুনলে ভাববে, ছি! কি হ্যাংলা! আসলে হয়েছে কি, কিছুটা বেকুব কিসিমের ছিলাম বলে ঘরে বা স্কুলে কোথাও পাত্তা পেতাম না। মনে মনে ভাবতাম...হুহ.. আমিও বড় হয়ে নিই.... যখন অনেক নাম-ধাম হবে আমার... আমিও কাউকে পাত্তা দেবোনা... । ভাবতেও হাসি পায়... কি ছেলেমানুষ ছিলাম... এখনও আছি খানিকটা।
যাই হোক... মূল কথা না বলে এ্যাতোক্ষন শুধুই পঁ্যাচাল ঝাড়লাম। আমি আসলে এখানে একটা আত্মজীবনী লিখতে যাচ্ছি। আমার জীবনের অনেক কথাই বলবো.... খুব সুখপাঠ্য লেখা হয়তো হবেনা... শুধু নিজের আনন্দের জন্য লেখা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


