
কী দুর্দান্ত খেলাটাই না খেলল আমাদের মেয়েরা! পুরো টুর্নামেন্টে গোল খেয়েছে মাত্র ১ টা আর দিয়েছে ২৩ টা। সর্বোচ্য গোলদাতা সাবিনা। ৮ টা গোল দিয়েছে। টুর্নামেন্ট সেরা।
চ্যাম্পিয়ন হয়ে নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিয়েছে। মেয়েদের এই অগ্রসরতার পথে যারা বাধা ছিল, তারাও এখন চুপ। যদিও ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলছে, কিছু ধুপে টিকছে না।
সুযোগ পেলে মেয়েরাও যে কম যায় না, আবারও প্রমাণিত। আমরা যাদের বাঘ বলতাম, তারা তো আসলে বেড়াল। যদিও তাদের সুযোগ সুবিধা বেশি দেওয়া হয়।
কম সহযোগিতা পেয়েও বাঘিনীরা যা করল, এটা বিরাট রেকর্ড। আসল টাইগার তো এরাই। ছাদখোলা বাসে তাদের বরণ করা হচ্ছে। পুরো জাতি তাদের নিয়ে গর্বিত।
ছবি: নেট
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২৩ সকাল ৯:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


