১৯৭২ সালের ২ সেপ্টেম্বর মওলানা ভাসানী গণভবন পর্যন্ত ভুখা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন। মিছিল থেকে মওলানা ভাসানীকে ভেতরে তাজউদ্দীন আহমদ এবং সৈয়দ নজরুল ইসলামের সাথে কথা বলার জন্য নিয়ে যান পুলিশ এবং রক্ষীবাহিনীর কর্মকর্তারা।
মওলানা ভাসানীর সাথে ছিলেন কাজী জাফর আহমেদ এবং রাশেদ খান মেনন। এসময়ে গণবভবনে তাকে পেঁপে ও স্যান্ডউইচ খেতে দেওয়া হয়। মেনন এবং জাফর সেসব খেতে নিষেধ করেন। কিন্তু দীর্ঘদিনের স্নেহাস্পদ সহকর্মীদের অনুরোধে সৌজন্য রক্ষার্থে স্যান্ডউইচ খান বৃদ্ধ মওলানা ভাসানী। ওদিকে ক্যামেরাম্যান মওলানার ছবি তুলে নিল। ৩ সেপ্টেম্বর, ১৯৭২ সালে ইত্তেফাক পত্রিকায় এই ছবিটি প্রকাশিত হয়।
পঞ্চাশ বছর পর একই ধরনের চিত্র দেখা গেল বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় এবং আমান উল্লাহ আমানের ক্ষেত্রেও। সমাবেশে অসুস্থ হয়ে পড়ায় আমানকে হাসপাতালে পাঠানো হয়, প্রধানমন্ত্রী কর্তৃক ফুল-ফল উপহার দেওয়া হয়। গয়েশ্বরকে চিকিৎসা দিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে মধ্যাহ্নভোজ সারেন ডিবিপ্রধান।
ছবি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে এটা সরকারের কূটকৌশল। আসলে ব্যাপারটা কী?
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। নিহত হন ২৪ জন। আহত অনেক। আহতদের চিকিৎসা পর্যন্ত দেওয়া হয় নি। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান চিকিৎসাহীন অবস্থায় মারা যান। এই যে গ্রেনেড হামলা- এর মদদদাতা ছিলেন স্বয়ং তারেক রহমান। খালেদা জিয়া সংসদে গিয়ে বলেছিলেন, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড এনেছিলেন। খালেদা জিয়া হয়তো জানতেন না চিরদিন কাহারও সমান নাহি যায়।
আওয়ামী লীগ ক্ষমতায় এসে সমুচিত জবাব দিয়েছে বটে। কিন্তু চিকিৎসা করার সুযোগও দিয়েছে। আমান বা গয়েশ্বর যার প্রমাণ। যদিও তারা বলছে, এগুলো সব নাটক। এই নাটক কি আইভি বা অন্যান্যদের সাথে করতে পারল না বিএনপি?
খালেদাপুত্র কোকো মারা যাওয়ার পর খালেদার সাথে দেখা করতে গিয়েছিলেন শেখ হাসিনা। দেখা তো দূরের কথা, সৌজন্যতা দেখিয়ে গেট পর্যন্ত খোলা হয়নি। নির্বাচনের সময় শেখ হাসিনা ফোন দিয়েছিলেন খালেদাকে। ফলাফল?
আচ্ছা, বিএনপিপন্থিরা কি বলতে পারে শেখ হাসিনার কী দায় পড়েছে খালেদাকে স্বান্তনা দেওয়ার বা বিএনপি নেতাদের চিকিৎসা দেওয়ার? বিএনপির তো কোমর ভাঙা, তাদের মন জয় করে শেখ হাসিনার কী লাভ?
তারেক বঙ্গবন্ধু সম্পর্কে যেসব ধৃষ্টতাপূর্ণ কথা বলেছে, তা অমার্জনীয়। খালেদা শোক দিবসে বানানো জন্মদিন পালন করেছেন। জিয়া বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করেছেন। এত এত অপকর্ম সহ্য করা কি শেখ হাসিনা ছাড়া আর কারও পক্ষে সম্ভব ছিল?
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৩ দুপুর ২:৫০