গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। জয়ে বড় অবদান রেখেছেন ৩৬ বছর বয়সি অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। কয়েকদিন আগেও যিনি দলে ব্রাত্য ছিলেন। বিশ্বকাপে শ্রীলঙ্কা যখন অভিজ্ঞতার ঘাটতি টের পেল, ম্যাথিউসকে উড়িয়ে আনল। ফলও পেল হাতনাতে।
বাংলাদেশের হেড কোচ চন্দ্রিকা হাথুরুসিংহের পরিকল্পনা ছিল শতভাগ ফিট খেলোয়াড়দের দলে রাখা। পরিকল্পনামাফিক দল গুছিয়েছেন, বাদ দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে। হঠাৎ দলে সুযোগ পেয়ে শতভাগ কাজে লাগিয়েছেন রিয়াদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৬, এরপর ভারতের বিপক্ষে করেছেন দারুণ সেঞ্চুরি। দল হারলেও তিনি বুড়ো হাড়ের ভেলকি দেখিয়ে দিয়েছেন। জানান দিয়েছেন এখনও ফুরিয়ে যাননি।
বাংলাদেশ দলটাকে নিয়ে নানা পরিকল্পনা চলছে অনেকদিন ধরে। হাথুরুসিংহের শতভাগ ফিট খেলোয়াড় নেওয়ার উদ্যোগ খারাপ ছিল না। তবে উনার বোঝা উচিত ছিল এমন পরিকল্পনা হুটহাট নেওয়া ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বিশ্বকাপের আগে তো একদমই উচিত হয়নি। বাংলাদেশ দলে ফিটনেসের পাশাপাশি অভিজ্ঞতাও অতি জরুরি।
মেহেদী হাসান মিরাজ ভালো ফর্মে ছিলেন বিশ্বকাপের আগে। হঠাৎ ছন্দপতন। বারবার পজিশন পরিবর্তনের খেসারত দিতে হচ্ছে। বেচারা কিছু বলতেও পারেন না। মামা-চাচা কেউ তো বোর্ডে নেই।
ছেলেবেলার কোচের কাছে প্রশিক্ষণ নিতে হেড কোচের কাছ থেকে ছুটি নিয়ে ঢাকায় এসেছিলেন সাকিব। অনেকটা যুদ্ধের মাঠে সৈনিকদের রেখে দলপতির প্রশিক্ষণে যাওয়া। দল যেখানে একদম ভালো করছে না; এমতাবস্থায় ঢাকায় আসা ভালো চোখে দেখা হচ্ছে না। মিরপুরে দর্শকদের ভূয়া, ভুয়া দুয়োধ্বনি তারই প্রমাণ। ছুটির একদিন বাকি থাকতেই কলকাতায় ফিরে গেছেন সাকিব।
দেশসেরা ক্রিকেটার ঠিক আছে, কিন্তু দর্শকদের মনস্তত্ব না বুঝতে পারলে বিপদ। ফিটনেসের কারণ দেখিয়ে তামিমকে সরানো নিশ্চয়ই অস্বস্তিতে ফেলেছে সাকিবকে? যদিও বলা হচ্ছে তামিম নিজেই খেলতে চাননি। কিন্তু এটা তো ঠিক তার পজিশন বদলানোর কথা বলায় জেদ করে বলেছেন খেলবেন না। আহা বেচারা, অভিমানের মূল্য পেলেন না। বুঝতেই পারলেন না তিনি এতদিনে দলে অগুরুত্বপূর্ণ হয়ে গিয়েছেন। ভাইকেও সরানো হলো, অভিমানে পদত্যাগ করলেন চাচাও।
বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারত না এ দল নিয়ে। তামিমকে রাখলেও, না রাখলেও এমন ভরাডুবি অবশ্যম্ভাবী ছিলই। তামিমকে না রেখে আরও কলঙ্ক কাঁধে নিলেন সাকিব। শোরুম উদ্বোধন করে টাকা-পয়সা কামানো যায় বৈকি, কিন্তু জনপ্রিয়তা ধরে রাখতে মাথাটাও খাটাতে হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:৪৭