বাংলাদেশ সময় রাত ন’টার দিকে হঠাৎ করেই অচল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইন্সটাগ্রাম। ফেসবুকের হঠাৎ এমন মতিভ্রমে বেকায়দায় পড়েছেন কোটি কোটি মানুষ। কী কারণে এমন হলো তা জানতে এখানে-ওখানে ঢুঁ মারছেন সবাই। মূল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
সাড়ে দশটার দিকে সচল হতে শুরু করলেও আবারও অচল হয়ে যায়। অনেকেই ভাবছেন আইডি হ্যাক হয়েছে। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ফেসবুক একটু বিশ্রামে আছে। সারাবিশ্বে এত এত ব্যবহারকারী; এত ধকল ফেসবুক কেমনে সহ্য করবে? তাই একটু বিশ্রাম নিচ্ছে, সাথে সাথে বিশ্রাম দিচ্ছে সবাইকে।
ফেসবুক চালাতে চালাতে আপনার যারা ক্লান্ত হয়ে গেছেন, একটু বিশ্রাম নিন। চাইলে ঘুমান। পরিবারের লোকজনকে সময় দিন। ফেসবুক চালু হলে আবারও দেশোদ্বারে নেমে পড়তে হবে; তাই স্বল্প সময় ভালোভাবে আরাম করুন।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৫৮