ধরুণ, আমি আপনার ব্লকটি ভিজিট করছি (ধরে নিচ্ছি আমি লগ ইন করি নি), কোন একটা পোস্টে আমি মন্তব্য করতে চাইছি, তখন ...
1. আমি লগ ইন করবো, লগইন নাম আর পাসওয়ার্ড দিয়ে।
2. সঠিক পাসওয়ার্ড হলে আমি আপনার ব্লক থেকে সোজা আমার ব্লকের নিয়ন্ত্রন পাতায় (এডমিন পেজ) চলে যাবো।
3. এখান থেকে কিক করুণ সস্তা কথা (আমার ব্লক)।
4. আপনি আপনার ব্লকের প্রথম পাতায় চলে যাবেন।
5. এরপর আপনি উপরে রাইট সাইড থেকে কিক করবেন 'প্রথম পাতা'। খুব স্বভাবতই আপনি সামহোয়ার ইন নেট এর প্রথম পাতায় চলে যাবেন।
6. এরপর আপনার উচিৎ হবে কি বোর্ড থেকে F6 প্রেস করে এড্রেস বারে পৌছানো, কাজটা ইদুর দিয়েও করতে পারেন আপনি।
7. এবার যার ব্লকটিতে মন্তব্য করতে চান, সেটার নাম লিখুন। যেমন: আমাদের সামহোয়ার-ইন-নেট ব্লকের এডমিন হাসিন হায়দার-এর ঠিকানা http://www.somewhereinblog.net/hasinhayder এখানে দেখুন সামহোয়ার-ইন-নেট এর পর একটা স্লাস'/' দিয়ে তারপর নাম। আরও একটা ছোট্ট উদাহরণ দেই, আপনারটা lilaroyblog, তাই আমি http://www.somewhereinblog.net এর পর স্লাস'/' দিয়ে lilaroyblog লিখে আপনার ব্লকে পৌছাই আমার ব্লকে লগইন করার পর।
8. জানি না, বোঝাতে পেরেছি কি না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

