
এই দৃশ্যটি সোনমার্গে
শ্রীনগরের কিছু ছবি।
কাশ্মীর ! ভূ-স্বর্গ কাশ্মীর। বাংলাদেশের মানুষের কাছে যেন এক স্বপ্নের জায়গা। অন্তত আমাদের প্রজন্মের মানুষের কাছে কাশ্মীর অতি আরাধ্য জায়গা। হৃদয়ের খুব কাছের। ধর্মীয় কারনেও অনেকের কাছে আবেগী জায়গা। তবে সবকিছু ছাড়িয়ে, বাংলাদেশের এতো কাছের একটি জায়গা যার সাথে স্বর্গ বা বেহেস্তের তুলনা করা হয়! ভাবাই যায়না ! আর সেই জায়গার প্রতি অতি-কল্পনাপ্রবন বাংগালীর এক্সট্রা আকর্ষন থাকবে এটাই স্বাভাবিক। ভূ-স্বর্গ কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য আর স্বাস্থ্যকর আবহাওয়ার টানে শত শত বৎসর ধরে মুঘল বাদশাহদের গ্রীষ্মকালিন ছুটি কাটানোর প্রিয় জায়গা ছিলো এই কাশ্মীর। বিশেষত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে বেশ কিছু মুঘল বাগানের উপস্থিতিই মুঘলদের কাশ্মীর প্রীতির প্রমান বহন করে চলেছে।
এই অদ্ভুত সুন্দর জায়গা সম্পর্কে হালকা একটা ধারনা হতে পারে আমার তোলা কাশ্মীরের কিছু ছবি দেখে।

অপূর্ব ডাল লেক, রাজধানী শ্রীনগরের প্রধান আকর্ষন ডাল লেক।

ডাল লেকের বুকে ভেসে বেড়ানোর জন্য শিকারা নামক এই ধরনের নৌকা ব্যাবহার করা হয়। শিকারা নৌকাগুলো খুব সুন্দর এবং আরামদায়ক হয়।

এগুলো ডাল লেকের হাউস বোট, বা ভাসমান হোটেল। এই নৌকাসদৃস হাউস বোট গুলোতে বেশ কয়েকটি রুম থাকে। এগুলো স্থির অবস্থায় থাকে। পানিতে ঘুরে বেড়ায় না। কাশ্মীরে বেড়াতে গেলে হাউসবোটে থাকা একটা আলাদা আনন্দ হিসাবে দেখা হয়।

ডাল লেকের অপূর্ব দ্বীপ। এই দ্বীপে একটি লাইব্রেরী এবং রেস্টুরেন্ট আছে। এছাড়া এখানে বসে ৩৬০ ডিগ্রীতে পুরো ডাল লেকের সৌন্দর্য উপভোগ করা যায়।

মোঘল আমলে নির্মিত কাশ্মীরের শ্রীনগরের জামে মসজিদ। এই মসজিদে একত্রে বিশ হাজার মানুষ নামাজ পড়তে পারে।

জামে মসজিদের ভিতরের দৃশ্য।

শ্রীনগরে অনেক গুলো মোঘল আমলে বানানো বাগান আছে। বাগান গুলো অপূর্ব। সেরকম একটি বাগান।

চশমাশাহি বাগান।

ডাল লেকে ভাসমান হামাম খানা বা গোসলখানাও আছে।

পেহেলগামের কমন দৃশ্য।

আরু ভ্যালি, পেহেলগাম।

আরু ভ্যালির ঘোড় সাওয়ারীরা।

সোনমার্গের দৃশ্য।

সোনমার্গ জিরো পয়েন্ট

জোজিলা পাসের রাস্তা

সোনমার্গের গ্লেসিয়ার

মরা গ্লেসিয়ার, জিরো পয়েন্ট, সোনমার্গ

রাস্তা
ছবির লিমিট শেষ হয়ে গেলো। আপনাদের কেমন লাগলো ছবিগুলো জানালে আরও পর্ব পোষ্ট করার আশা রাখলাম।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




