আমাদের রক্তে রূপালী সাপের ঢেউ;
হাতের তালুতে শকুনের উড়াউড়ি।
চাঁদ নিছকই চাঁদ।
চাঁদের আলোতে মামুলি সরলরেখাটাই কি ভিজেছে কখনো?
দিগন্তরেখা কোনদিনই সীমানা নির্দেশক নয়।
এরচে’ ভালো লতা-পাতা-ঘাসের সহজ সমীকরণ।
ফড়িং-প্রজাপতিটা; আমাদের চোখ
অন্ততপক্ষে পায় সবুজের আবরণ।
আমাদের শিরায় কোনকালে ছিল ঘাস আর সবুজের পাহাড়?
১৯শে নভেম্বর-২০১৩
ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


