আমি স্বরহীনকে বলেছিলাম যে কিয়ামত সম্পর্কে কিছু লিখব।তবে এই লেখার আসল কৃতিত্ব কাজী জাহান মিয়ার যিনি তার বই " আল-কোরআন দ্য চ্যালেঞ্জ মহাকাশ পর্ব2" এ এসম্পর্কে লিখেছেন । আমি সেখান থেকেই কিছু তুলে ধরছি।
আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন-
"মহাপ্রলয়! মহাপ্রলয় কি? (101:1-2) মহাপ্রলয সমপর্কে তুমি কি জান? (101:3)। সেদিন মানুষ বিক্ষিপ্ত হইবে পতঙ্গের ন্যায় (101:4) এবং পর্বতসমূহ ধুনিত হইবে রঙ্গিন পশমের মতো" (101:5)
"যখন কর্ণবিদারী মহানিনাদ উপস্থিত হইবে(80:33)
সূর্য যখন নিষ্প্রভ ও জ্যোতিহীন হইয় যাইবে(81:2)
পর্বতসমূহকে যখন অপসারিত করা হইবে(81:3)
যখন সমুদ্র স্ফীত হইবে(81:6)
যখন আকাশের আবরণ উনেমাচিত করা হইবে(81:11)
পর্বতসমূহ বহমান ধূলিরাসিতে পরিণত হইবে"(73:14)
"যখন আকাশ বিদীর্ণ হইবে(82:1)
এবং যখন কাওকাব বিপ্তিভাবে নিপ্তি হইবে (82:3)
যখন সমুদ্র উদ্্বেলিত হইবে"(82:2-3)
"শপথ মহাধ্বংস দিবসের(75:1)
সে প্রশ্ন করি কিয়ামত দিবস কখন আসিবে(75:6)
তখন চক্ষু স্থির হইয়া যইবে(75:7)
তখন চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন (75:8)
যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হইবে (75:9)
সেদিন মানুষ বলিবে আজ পালাইবার স্থান কোথায়?" (75:10)
এসব আয়াত থেকে প্রতিফলিত হয় যে বড় কোনো মহাজাগতিক বস্তুপিন্ডই কিয়ামতের কারণ হবে। যদি এ ধরনের কোন কিছু পৃথিবীকে আঘাত করে তবে তার ধাক্কায় পর্বতদল বহমান ধূলিতে পরিণত হতে পারে। ধূলিতে চাঁদ-সূর্যের প্রভা ও তেজ ঢাকা পড়বে। এ আঘাতের অবশ্যম্ভাবী কারণ হিসেবে ঘটবে জলোচ্ছাস। প্রস্তর বৃষ্টি নেমে আসতে থাকবে স্বাভাবিক প্রাকৃতিক প্রক্রিয়ায়। এই মহাসংকট ডেকে আনার ভূমিকা পালন করবে সম্ভবত: আরো একটি ঘটণা- একটি সূর্যগ্রহণ(বা চন্দ্র গ্রহণ)। এই তিনের সম্মিলিত শক্তি টেনে আনতে পারে পাশ দিয়ে গমনরত কোন গ্রহাণুকে। আর এ ধরনের আঘাতেই হতে পারে কিয়ামত।
কিয়ামত কখন হবে এসম্পর্কে আল্লাহ বলেছেন-
"উহারা প্রশ্ন করে তোমাকে কিয়ামত সম্পর্কে উহা কখন ঘটিবে? (79:42)। ইহার চরম জ্ঞান শুধু তোমার প্রতিপালকের নিকট (79:44) উহারা বলে এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হইবে? (67:25)। বলো ইহার জ্ঞান কেবল আল্লাহর নিকট বিদ্যমান- আমিতো সতর্ককারী মাত্র (67:26)। বলো আমি জানিনা, তোমাদিগের যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা কি আসন্ন না আমার প্রতিপালক ইহার জন্য কোনো মেয়াদ স্থির করিয়াছেন" (72:25)
আরো ভালো ও বিস্তারিতভাবে জানতে চাইলে বইটি পড়তে পারেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




