আইডিয়াটা আমার না।
মাইক্রোসফট তাদের নতুন দুটি প্রোডাক্ট, Internet Explorer 7 & Windows Media player 11 ছেড়েছে অনেকদিন আগে। কিন্তু দুঃখের বিষয় হল জেনুইন এক্সপি না হলে এই দুই সফটওয়্যার ব্যবহার করা যায় না। যেহেতু আমাদের দেশের মোটামুটি 95% লোক জেনুইন এক্সপি ব্যবহার করি না তাই আমাদের পক্ষে এই দুই সফটওয়্যার ব্যবহার করা সম্ভবও না। কিন্ত ু খুব সহজেই আমরা তা করতে পারি। সেটআপ চালানোর আগে শুধু GB রেজিস্ট্রি ফাইলটি চালাতে হবে। এরপর ভ্যালিডেট বাটনে ক্লিক করলেও সেটআপ প্রোসেস কোন ঝামেলা ছাড়াই ভ্যালিডেশন অংশটি পার হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই সফটওয়্যার দুটি ব্যবহার করতে পারব।
**রেজিস্ট্রি ফাইলটি নিয়ে কারও কোন সন্দেহ থাকলে তারা তাদের রেজিস্ট্রির একটা ব্যাকআপ রাখতে পারেন।
** মূল লেখাটি আপনারা [link|http://tinyurl.com/y5gkex|GBLv

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


