রাত এগারটার পর বাড়ির বাইরে কোন কাজ করতে গেছি কিনা মনে নেই। কাজ লাগেওনি কখনও। কিন্তু আজ ইয়াজউদ্দিন মিঞা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রতিদিন রাত এগারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারী করেছেন।
দেশের কি এতই খারাপ আবস্থা যে কারফিউ জারী করতে হবে?
হায় হায় রাত বারটার সময় যদি মনে হয় সিগারেট লাগবে তাহলে কি করব?রাত এগারটার পর বাড়ির বাইরে কোন কাজ করতে গেছি কিনা মনে নেই। কাজ লাগেওনি কখনও। কিন্তু আজ ইয়াজউদ্দিন মিঞা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত প্রতিদিন রাত এগারটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ জারী করেছেন।
দেশের কি এতই খারাপ আবস্থা যে কারফিউ জারী করতে হবে?
হায় হায় রাত বারটার সময় যদি মনে হয় সিগারেট লাগবে তাহলে কি করব?
মিঞা ভাই নাকি কিছুক্ষনের মধ্যে জাতির উদ্দেশে ভাষন দেবে। দেখা যাক কি কয়?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




