"চাতক পাখির ন্যায় চেয়ে থাকি, তোমার অপেক্ষায়,
কত বিকেল পার করলাম ঐ হিজল তলায়,
শুধু তোমার অপেক্ষায়।
হুতুম পেচার মত বসে থাকি খোলা বাড়ান্দায়,
কত রাত কাটালাম প্রেমেরও নেশায়।
এখন আর থাকি না তোমার অপক্ষায়, না ঘুমিয়ে কাটায় না কোন রাত,
তোমার জন্য কত বছর হয়েছে বরবাত।
এখন প্রোয়োজনেও দেখিনা কোন লেডিস,
তোমার সাথে রাতে কথা বলে হয়েছিল আমার জন্ডিস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



