কুফরি আকীদামিশ্রিত ইসলামের লেভেলধারী এ মতবাদটি অত্যন্ত সুকৌশলে ইসলামের ক্ষতি করে চলেছে। যা বাহ্যত ধরা না গেলেও ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান থাকলে বুঝা যাবে তারা কিভাবে ইসলামকে ধ্বংস করছে।
এদের বাঁচানোর জন্যই বিদেশি লোকেরা এসে বলে এদের ফাঁসি দেয়া যাবে না। বিচার স্বচ্ছ (!!!!!) হতে হবে । আসলে
কথা হল
""" চোরে চোরে মাসতুতো ভাই """"""""
জামাত শিবিরের মুল গুরু আবুল আ' লা মওদুদীর কিছু লেখা পড়ুন।
পড়ার পরে বলুন এই সব কথা যারা বলে / লিখে/ বিশ্বাস করে তারা কি মুসলিম হতে পারে ??
মওদুদীমতবাদ- নাম : মওদুদী মতবাদ। প্রতিষ্ঠাতা : আবুল আ' লা মওদুদী। মওদুদীদের কুফরি আকীদাসমূহ( বিশ্বাস সমূহ): ইসলামী ইতিহাসে সবচেয়ে মারাত্মক ও জঘন্যতম মতবাদের নাম হচ্ছে মওদূদী মতবাদ। মওদুদীর কুফরি মতবাদ রয়েছে । নিম্নে তার কিছু নমুনা তুলে ধরা হল
আল্লাহ তা' আলা সম্পর্কে: আল্লাহ তাআলা জালেম। কেননা মওদূদী বলেন , যেক্ষেত্রে নর-নারীর অবাধ মেলামেশা , সেক্ষেত্রে যিনার কারণে আল্লাহর আদেশকৃত রজম জারি করা নিঃসন্দেহে জুলুম। (তাফহীমাত : ২/২৮১)
আম্বীয়ায়ে কেরাম সম্পর্কে : নবীগণ মাসুম নন ; বরং তারা বহুবার খবীছ নফস দ্বারা আক্রান্ত হয়েছেন। (তাফহামাত : ২/৪৩) রাসূল সা. সম্পর্কে : রাসূলুল্লাহ সা. না মানুষের ঊর্ধ্বে , না মানবীয় দুর্বলতাসমূহ থেকে মুক্ত। (তরজমানুল কুরআন : এপ্রিল ১৯৭৬)
হাদীস সম্পর্কে : বুখারীশরীফে বর্ণিত হযরত ইবরাহীম আ. এবং সারা আ. এর ঘটনা সম্পর্কে বলেন , এটা তো একটা মিথ্যা নাটক। (রাসায়েল মাসায়েল: ৩/৩৬ , তৃতীয় সংস্করণ)
ইসলামের একটা বিশ্বাস অস্বীকার করার কারনে কাদিয়ানীরা কাফের।
সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে কাদিয়ানীরা কাফের। ইসলামের সাথে তাদের কোন সম্পর্কই নেই্।
তাহলে কাদিয়ানীর চেয়েও অনেক বেশি খারাপ কথা বলা / লিখা / বিশ্বাস করার পরেও কি করে জামাত শিবিরের লোকেরা নিজেদের মুসলমান বলে দাবী করে ??পড়ার পরে বলুন এই সব কথা যারা বলে / লিখে/ বিশ্বাস করে তারা কি মুসলিম হতে পারে ??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


