৪ কালারে ১০০০ ১৮ ইঞ্চি বাই ২৩ ইঞ্চি পোস্টার করতে খরচ হয় ৫০০০ টাকার মত। ১০০০ ছোট পোস্টার (নিউজপেপারের ৪ ভাগের ১ ভাগ) করতে পোস্টার/লিফলেট প্রতি খরচ পরে দেড় থেকে ২ টাকা। ১০,০০০ টাকা যোগার করতে পারলেই প্রেস থেকে লিফলেট বানায়ে ফেলা যায় অনেক, এরপর বানিজ্য মেলায় ভারতীয় স্টলগুলোর সামনে বিলানো হবে। সেখনে থাকবে কোন ইন্ডিয়ান প্রোডাক্টের বদলে আমরা কোন বাংলাদেশী প্রোডাক্ট কিনতে পারব, ছবি সহ। কাজে লাগবে না?
লিফলেটের বদলে প্ল্যাকার্ড দিয়েও কাজ চলবে। মেলার তিন পাশে ২০টা করে ৬০টা প্ল্যাকার্ড, প্রতিটাতে প্রোডাক্ট ক্যাটাগরী ওয়াইজ আলাদা করা (যেমন ইন্ডিয়ান কসমেটিকসের জন্য একটা, ড্রিংকসের জন্য একটা) - এভাবে দাড়িয়ে যেতে পারলেও কাজে দিবে, যদিও এই প্রসেসে সিকিউরিটির ঝামেলা করার সম্বাবনা আছে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১২ রাত ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




