আকাশে আজ রক্তগঙ্গা, শত সহস্র আলোকবর্ষ পর
ফিনিক্স পাখির ডানার ভীতসন্ত্রস্থ পালকে ভর করে
নাবিকের দৃষ্টিতে তীরে ফেরার তীব্র আশা
বহুদূর পেছনে ফেলে কত সূর্যের ছায়া,বেহুলার কায়া।
তবু বেহুলার বন্দী ঐ সূর্যের প্রচন্ড লহমা
অনুভূতির অদ্ভূতুড়ে চাদরগুলোকে
প্রায়ই প্রচন্ড দাহ্য করে যায় ।
জীবনের লাল নীল পৃষ্ঠারা
পুড়ে খাক হয়ে যায় বারবার;
ফিরে আসে কোন এক গাঙচিলের উদাস কল্পনায়
নিঃসঙ্গ দ্বীপে সাটানো ছবির অব্যক্ত জড়তায়।
অতঃপর সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়ে,
ঐ চন্দ্র তারারাও ঘুমিয়ে যায়;
তবুও রাত ঘুমাই না
আমি ঘুমাই না।
জেগে থাকি নিঃস্তব্দতায়, নীরবতায়,
কম্পিত কুয়াশায়,
মাস্তুলে বসে
শিশিরের শব্দের অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১১ ভোর ৪:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




