রোদের রঙের বৃষ্টি ঝরে তোমার ওই নাকফুলে
আমি বারবার ফিরে চাই মনভুলে
সূর্য যেন সহস্র তারাকে আড়াল করে জ্বালাই আলো তোমার চারুগৃহে
উদ্ভাসিত হয় আমার হৃদয় মাঝে।
সহস্র বছরের আফ্রোদিতির নেশা তোমার চোখে
তোমার ফেলে যাওয়া ধুলোমাখা পথে
উড়ে বেড়াই আমারি মন,
চলে যায় তোমার ব্যালকনির ধারে
প্রহর ভুলে কাটে আমার সারাক্ষণ।
তোমার হাতের দুটি চুড়ির ঝংকারে
অরণ্যের আজ ঘুম ভাঙ্গে;
জুলিয়েট ব্যালকনির ধারে আছি আমি দাড়ায়ে
দুয়ার খুলে এসো তুমি
পৃথিবীর সবচেয়ে সুন্দর সোনাঝরা রোদ্দুর বৃষ্টি দেখি
তোমার নাকফুলে;
তোমার হাতটা কি দিবে আজ?
হাত বাড়িয়ে একটু ছুই
আমার মনটা শুধু তোমার ওই খোলা চুলে
উড়ে বেড়াক, ভালোবাসারা মেঘ হয়ে যাক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




