অব্যক্ত বেদনা (১)
||শাহাদত হোসেন||
অবিশ্বাস
দারুণ অবিশ্বাস সবখানে
হিন্দু মুসলমানে বৌদ্ধ খ্রিষ্টানে
বিশ্বাসের জগৎ আজ অবিশ্বাসের দখলে!
অবিশ্বাস বাসা বেঁধেছে
আওয়ামীলীগ বিএনপি
১৪ এবং ১৮ তে!
ক্ষমতালোভী স্বার্থবাদিতা
তুমি দেখিয়েছো- মানুষরূপী মানুষ
আমরা মানুষের রাজনীতি করি শত শত
ভাগে,
তাই ভাইয়ের হাহাকার ক্রন্দন
আর্তচিৎকার তোমার চোখে পড়ে না।।
তুমি তো আদর্শ নিয়ে লড়ছো;
বলি এই মানুষ!
১২ ডিসেম্বর ২০১৩
মুক্তারপুর, সারদা, রাজশাহী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




