কৌতুক:
একটা ছয়তলা ভবনের ছাদে বসে গাঁজা খাচ্ছিল দুই গাঁজাখোর। একটু পরে একজন গাঁজাখোর ছয়তলা ভবন থেকে নিচে প্রসাব করলো। এটা দেখে প্রথম গাঁজাখোর আপওি করল।
১ম গাঁজাখোর: ত্ইু যে প্রসাব করলি , তোর প্রসাব ধরে ধরে যদি পুলিশ উপরে উঠত তখন তো দুজনেই ধরা খেয়ে যেতাম।
২য় গাঁজাখোর: আরে বোকা আমি কি আর একবারে প্রসাব করছি নাকি, আমিতো প্রসাব করছি থেমে থেমে।
ঈদ বোনাস:
আমার বন্ধু আলমগীর নামাজ-কালাম পড়ে না অনেকদিন ধরেই। একটু বখাটে টাইপের । তো যাই হোক , ও একদিন রাস্তার মোরে দাড়িয়ে ছিল । এমন সময় বাতেন স্যার ঐ দিক দিয়ে আসছিলেন। তো আলমগীর ঠিক করল স্যারকে সালাম দিবে। স্যার কাছে আসা মাএ ও হাত উপরে তুলল সালাম দেবার মত করে। কিন্তু মুখে বলল--
“বিসমিল্লাহীর রাহমানির রাহীম”
!!!!সবাইকে ঈদ মোবারক!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



