সামহোয়্যারইন ব্লগে এর আগে ফুল বা পাখি নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তবে প্রাণী নিয়ে সেভাবে আলোকপাত করা হয়নি বললেই চলে। স্মরণাতীত কাল থেকেই জীবজন্তুর সঙ্গে মানুষের সহাবস্থান চলে আসছে। অন্যদের মত প্রাণীদের প্রতি আমারও বেশ সহানুভূতি আছে। শ্রদ্ধেয় পাঠকদের উৎসাহ-উদ্দীপনা পেলে আমি ধারাবাহিকভাবে বিভিন্ন প্রাণীর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার আশা রাখি। এই পর্বে আজ থাকছে বর্ণিল অস্ট্রেলিয়ান ছাগল বা ছাগ-ছাগীর বিচিত্র জীবনাচরণের কথা। আরো থাকছে ছাগল চাষ সম্পর্কে আমার অভিজ্ঞতার আলোকে গাইডলাইন, যা থেকে আমাদের দেশের বেকার যুবসমাজ স্বনির্ভর হওয়ার সুযোগ পেতে পারেন।
কারা ছাগল চাষ এখনই আরম্ভ করতে পারেন?
= ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা
= ভূমিহীন শ্রমিকেরা
= যাদের সার্বজনীন চারণভূমির লভ্যতা আছে
আরম্ভ করার কারণ
= অল্প মূলধন বিনিয়োগ এবং দ্রুত লাভ
= সাদাসিধে ও ছোটো চালাঘরই যথেষ্ট
= খোঁয়াড়ে রেখে (মাঠে না চরিয়ে) পালন করা লাভজনক
= ছাগলের উচ্চ উর্বরতা হার
= সারা বছর ব্যাপী কাজ
= মাংস চর্বিহীন এবং কম মেদযুক্ত ও সকলেই পছন্দ করে
= যে কোনো সময়ে বিক্রি করা ও টাকা পাওয়া যেতে পারে
আগামী পর্বে থাকছে:
কোন্ জাতটি আপনার জন্য সঠিক হবে?
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৩