
ব্যক্তিগত ভাবে আমি গণতান্ত্রিক পদ্ধতিকে মুর্খের শাসন ব্যবস্থা মনে করি এবং এটাও মনে করি গণতন্ত্র দিয়ে কোন দিন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না । আজ পর্যন্ত কোন দেশে গণতন্ত্র শাসন ব্যবস্থা সফলতার মুখ দেখেনি দেখবেও না ।
বাংলাদেশে আজ পর্যন্ত অনেক শাসক গন দেশ শাসন করেছেন তবে তারা দেশের উন্নয়ন না করে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করেছে। তবে এক্ষেত্রে জিয়াউর রহমানকে একটু ভিন্ন মনে হয়েছে । স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যেসব দল ক্ষমতায় গিয়েছে আম্লিক, বিএনপি বা জাতীয় দল তারা নিজেদের স্বার্থ দেখেছে, কোটি কোটি টাকা লুটপাট করেছে, নিজেদের ক্ষমতা দীর্ঘায়ীত করার জন্য মানুষদের নির্মম ভাবে হত্যা করেছে । যারা রাষ্ট্র ক্ষমতায় থেকে শাসন কার্য পরিচালনা করেছে তাদের কি দেশ পরিচালনার মত সত্যি যোগ্যতা ছিল ?
সর্বশেষ মাদার অফ অল ডেভিলস দিল্লির দাসি খুনি হাসিনার শাসনামল আমরা দেখেছি । গুম, খুন, জঙ্গি নাটক, ব্যাংক লুট, আয়নাঘর সহ এই বাংলাকে ভাড়তের অঙ্গরাজ্য বানানোর মত সাহস ও দেখিয়েছিল । সে তো নিজে অযোগ্য বেহায়া মুর্খ , তার তৃনমূল পর্যন্ত অযোগ্য গন্ড মুর্খে ভরা । দেশের জনগন 'জুলাই ২০২৪' আন্দোলনে দিল্লির দাসি খুনি হাসু তার শেষ আশ্রয় ভারতে পালিয়ে যায় ।
এই ক্রান্তিকালে দেশের হাল ধরেন ড. মুহাম্মাদ ইউনুস । দেশের অর্থনীতি, বাকস্বাধীনতা, জননিরাপত্তা তলানিতে তখন তিনি হাসিমুখে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন । প্রতিদিন শত শত আন্দোলনের মধ্যে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছেন । মুলত পৃথিবীর প্রায় প্রত্যেক দেশ ড. মুহাম্মাদ ইউনুসকে নিজেদের প্রয়োজন মত ব্যবহার করেছেন কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশ তাকে কাজে লাগাতে পারেনি । তিনি বিশ্ব দরবারে পরিচিত নন্দিত, যখনি দেশকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় তিনি ব্যস্ত ঠিক তখনি বিএনপি নির্বাচন দিয়ে ক্ষমতা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে, আম্লিক প্রতিদিন কোন না কোন রূপে ফিরে এসে আন্দোলন করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে ( এই ধরুন রিকশা লিক, হিন্দু লিক, জুতা লিক ) ।
ড. মুহাম্মাদ ইউনুসের সাথে তুলনা করলে দিল্লির দাসী হাসু, খালেদা, তারেক, জয় বা অন্যান্য দলের কি যোগ্যতা আছে দেশ পরিচালনার ? এসব দলের দলান্ধ কর্মিরা কি একটুও ভাবে না তাদের দলের নেতাদের দেশ পরিচালনার যোগ্যতা আছে কি না ? তারা দেশের উন্নয়নে একনিষ্ঠ ভাবে কাজ করেছে কি না ? যদি না করে থাকে তাহলে কেন তাদের সমর্থন করবেন ।
শেষ কথা দেশের উন্নয়নে ইউনুস সাহেব কে ক্ষমতায় রাখতে হবে । যদি চান এক দল খেয়ে গেছে এবার আপনারা লুট করে চেটেপুটে খাবেন তাহলে তাহলে আপনারা হবে জাতীয় গাদ্দার । ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



