প্রেমিকার সাথে প্রতারনা করে বিয়ের আশ্বাস দিয়ে অবাধ মেলা-মেশার পর প্রেমিক অন্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছে
বলে খবর শুনে প্রেমিকা তার প্রেমিকের বাড়ীতে বিয়ের দাবী নিয়ে সোমবার রাত থেকে অনশন পালন করছে।ঘটনাঠি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সরেজমিন পরিদর্শন করে জানা যায়,রাজনগর উপজেলার ফতেপুর গ্রামের এক মেয়েকে উপজেলার শাহাপুর গ্রামের সোহেল আহমদ (৩২) দীর্ঘদিন যাব বিয়ের
আশ্বাস দিয়ে আবাধ-মেলামেশা করে।ইতিমধ্যে মেয়েটি ৩ মাসের অন্তসত্তা হয়ে পড়লে সোহেল আহমদ আজ-কাল মেয়েটিকে বিয়ে করবে বলে সময় ক্ষেপণ
করতে থাকে।এদিকে মেয়েটিকে বিয়ে করার আশ্বাস দিয়ে সোহেল গোপনে অন্য একটি মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।সিদ্ধান্ত মোতাবেক ছেলে পক্ষ
ছেলের বিয়ের দিন আগামী শুক্রবার ধার্য করে বিয়ের কার্ড বিলি করতে থাকে।যৌতুক হিসাবে মেয়ে পক্ষ ছেলেকে ফার্নিচার কেনা বাবদ নগদ কিছু টাকা ও দেয়।
সোহেলের বিয়ের খবর শুনে প্রেমিকা তার পিত্রালয় থেকে সকলের অজান্তে সোমবার রাত ৮ টায় সোহেলের ঘরে গিয়ে উঠে,সোহেলের সাথে মেয়ের সর্ম্পক সহ
অন্তসত্তার কথা বাড়ীর লোকজনকে জানায়।বিপাকে পড়ে ছেলের পরিবার রাতে মেম্বার চেয়ারম্যানকে ফোনে বিষয়টি অবগত করলে এ নিয়ে মঙ্গলবার সকালে
ছেলের বাড়ীতে শাহাপুর গ্রামের মেম্বার আলী নেওয়াজ,মেয়ের ফতেপুর গ্রামের মেম্বার আমির আলী সহ স্থানীয় সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের
নিয়ে বসে শালিস বৈঠক।শালিসে মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলে মেয়ে জানায়,তার গর্ভে সোহেল আহমদের ৩ মাসের সন্তান।তাই বিয়ে না করলে সে সোহেলের
বাড়ী থেকে লাশ হয়ে বেরিয়ে যাবে।পরে উপস্থিত শালসগণ আইনের মারপ্যাচ থেকে বাঁচতে ছেলে-মেয়েকে আইনের দ্ধারস্থ হবার পরামর্শ দেয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




