সোমবার সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শেখ খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঞ্জুরুল আলম এসময় সেখানে ছিলেন।
সচিব জানান, ঘোষিত নীতিমালার আওতায় সরকার ভি-স্যাট ব্যবহারের জন্য নতুন করে কোনো লাইসেন্স দেবে না। বর্তমানে চালু ভি-স্যাটগুলোও পর্যায়ক্রমে বন্ধ করে দেবে বিটিআরসি।
নতুন নীতিমালা অনুযায়ী, আন্তর্জাতিক টেলিযোগাযোগ সেবার জন্য তিন স্তর বিশিষ্ট টেলিকম অবকাঠামো তৈরি করা হবে।
বিটিআরসি প্রথম পর্যায়ে আন্তর্জাতিক কল (ভিওআইপিসহ) আদান প্রদানের জন্য বেসরকারি খাতে ৩টি ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) পরিচালনার লাইসেন্স দেবে। এগুলো ঢাকায় স্থাপন করা হবে।
আন্তর্জাতিক কল ও স্থানীয় অপারেটরদের কল আদান-প্রদানের জন্য বেসরকারি খাতে দুটি ইন্টারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স) লাইসেন্স দেওয়া হবে। এসব লাইসেন্সের আওতায় ঢাকায় দুটি এবং চট্টগ্রাম, সিলেট, বগুড়া ও খুলনায় একটি করে মোট ৬টি এক্সচেঞ্জ স্থাপন করা হবে।
এ দু'ধরণের একচেঞ্জের মাধ্যমেই বাংলাদেশ থেকে বিদেশ ও বিদেশ থেকে বাংলাদেশে সব ধরণের টেলিফোন কল পরিচালিত হবে।
এছাড়া ইন্টারনেট সেবা দেওয়ার জন্য বেসরকারি খাতে একটি ইন্টারনেট এক্সচেঞ্জের (আইএক্স) লাইসেন্স দেওয়া হবে। এ লাইসেন্সের আওতায় প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে একটি করে ইন্টারনেট এক্সচেঞ্জ স্থাপন করা যাবে বলে জানান সচিব ।
শেখ খুরশিদ আলম আরও জানান, দেশে অবস্থান করছেন এমন বাংলাদেশিরাই কেবল আইজিডব্লিউ, আইসিএক্স ও আইএক্স লাইসেন্স পাবেন। তবে বিটিআরসির টেলিকম লাইসেন্সধারী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তিন ধরনের লাইসেন্স পাওয়ার যোগ্য হবে না।
সরকার নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা দেওয়ার জন্য একটি বিকল্প সাবমেরিন কেবল সংযোগ নেওয়ারও ব্যবস্থা করবে বলে নীতিমালায় বলা হয়েছে।
তথ্যসুত্র: বিডিনিউজ
সরকার এই পলিসি ঘোষনা করলো আজকে। আর এই পলিসিতে কি আছে তা আমি লিখেছি আরো ৩ সপ্তাহ আগে। সেটা বিস্তারিত পড়তে চাইলে ক্লিক করুন এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




