২০১২ সাল টা আসলে খুবি জটিল একটা টারনিং পয়েন্ট ছিলো আমার জন্য। গত বছর এ সময়টাতে চট্টগ্রাম এর কক্সবাজার এ ছিলাম। সেখান থেকে ফ্রেশ মন মানিসিকতা নিয়ে ঢাকা তে এসেছিলাম একটা নতুন ধরনের উদ্দীপনা নিয়ে। এ বছর টাতে অনেক কাছের মানুষ সত্রুতা করেছে। আবার অনেক দূরের মানুষ আপন হয়েছে। তাদের মধ্যে কয়েকজন আবার আমার পুরা জীবনের টারনিং পয়েন্ট। কয়েকজন তো এলোই আমার জীবন বদলে দিতে
তবুও অনেক কিছুই পেয়েছি। যথেষ্ট।
আমার সকল ক্লায়েন্ট, বন্ধু-বান্ধব, ভাই-বোন শুভানুধ্যায়ী, আমার সাথে যারা এতোদিন কাজ করেছেন, পাশাপাশি আমাদের T-ZONE এর সকল গ্রাহক ইত্যাদি সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।
মোরালঃ জীবনে কাউকে নিজ থেকে কিছু শিখাতে যাবেন নাহ! কারন কারো পেটে ক্ষুধা না থাকলে তাকে খাওয়ার জন্য জোড় করতে তো আর পারবেন নাহ তাই না?
Happy New Year 2013
মাহাবুবুর রহমান আরমান (আরাজ রহমান)
টি-জোন (পোশাক)
পূর্ব বাসাবো, ঢাকা-১২১৪
ফেইসবুকঃ https://www.facebook.com/arshadhin
স্কাইপঃ arazmix
টুইটারঃ arazmix
ফোনঃ 01813854079
ই-মেইলঃ [email protected]
ব্র্যান্ড ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/TZONEBD
ওয়েবসাইটঃ http://www.tzonebd.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




