
মাউন্টেরিয়ান মুহিত । জন্মগ্রহণ করেন ৪ জানু ১৯৭০ সালে ভোলার বোরহান-উদ্দিন থানার গঙ্গাপুর গ্রামে । ভোলায় জন্মগ্রহণ করলেও উনার বেড়ে উঠা ঢাকা শহরে । তিনি পুরাতন ঢাকার পাগোজ স্কুল থেকে মাধ্যমিক, তার পর নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সিটি কলেজ থেকে স্নাতক পাস করেন । তিনি ১৯৯৭ সালে মাধবকুণ্ড যর্না দিয়ে পাহাড়ে চড়া শুরু করেন । তার পর তিনি ৫ টি ছয় হাজার মিটারের এবং ২ টি আট হাজার মিটারের পর্বত জয় করে থাকেন । এবং এভারেস্ট সহ আর একটি আট হাজার মিটারের পর্বত জয় করতে গিয়ে প্রথম বার আবহাওয়া জনিত কারণে ব্যর্থ হন । অবশেষে ২০১১ সালের মে মাসে তিনি এভারেস্ট জয় করেন ।
পর্বতারোহণে পূর্ব অভিজ্ঞতা:
----------------------------------
টেকিং
সময়: ২০০৪ মে
এলাকা: এভারেস্ট বেস ক্যাম্প ও কালাপাত্থার টেকিং
উচ্চতা: ১৭,০০০ ফুট
ব্যর্থ দুটি অভিযানের অভিজ্ঞতাঃ
সময়: ২০০৮ সেপ্টেম্বর
পর্বত: মানাসলু
উচ্চতা: ২৬,৭৮০ ফুট / ৮,১৬৩ মি
সময়: ২০১০
পর্বত: এভারেস্ট
উচ্চতা: ২৯,০৩০ ফুট / ৮,৮৪৮ মিটার
সফল কয়েকটি অভিযানের অভিজ্ঞতা:
সময়: ২০০৭ মে
পর্বত: চুলু ওয়েস্ট
উচ্চতা: ২১,০৫৯ফুট / ৬,৪১৯মিটার
সময়: ২০০৭ সেপ্টেম্বর-অক্টোবার
পর্বত: মেরা পর্বতশৃঙ্গ (দলনেতা হয়ে)
উচ্চতা: ২১,৮৩০ ফুট / ৬,৬৫৪ মিটার
সময়: ২০০৮ মে
পর্বত: সিংগু চুলি
উচ্চতা: ২১,৩২৮ ফুট / ৬,৫০১ মিটার
সময়: ২০০৯ মে
পর্বত: লবুজে (দলনেতা হয়ে)
উচ্চতা: ২০,০৭৫ ফুট / ৬,১১৯ মিটার
সময়: ২০০৯ সেপ্টেম্বর
পর্বত: চো ইয়ো (প্রথম বাংলাদেশী)
উচ্চতা: ২৬,৯০৬ ফুট / ৮,২০১ মিটার
সময়: ২০১০ অক্টোবার
পর্বত: নেপাল বাংলাদেশ মৈত্রী শিখর
উচ্চতা: ২০,৫২৮ ফুট / ৬,২৫৭ মিটার
------------------------------------------
পর্বতারোহণের ট্রেনিং
তিনি ২০০৪ এর সেপ্টেম্বর এ HMI (Himalayan Mountaineering Institute) থেকে BASIC MOUNTAINEERING COURES এবং ২০০৫ এর মার্চ এ ADVANCE MOUNTAINEERING COURSE সম্পূর্ণ করেন । উভয় কোর্স এই তিনি A(Alpha) গ্রেড পান ।
--------------------------------------------------------------
হিমালয় অভিযান এবং বিজয়ের বিস্তারিত
--------------------------------------------------------------
মোট খরচ: $35,000 বা, ৳২৪,৫০,০০০ ($1= 70BDT)
স্পন্সর : Kazi Farms, Transcom Vebarage Ltd, Chanel i, FSIB, Feragon Group
অভিযানের রুট: নর্থ রুট / Northeast ridge / তিব্বত সাইড
অভিযাত্রী দল: সাত জন ।
সময় কাল:
--------------
কাঠমুন্ডু ও তিব্বত:
তিনি হিমালয় বিজয়ের লক্ষ্যে বাংলাদেশ থেকে ৮ এপ্রিল রওনা দিয়ে কাঠমুন্ডু পৌঁছেন । নেপাল সাইড দিয়ে সামিট করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও আরোহী দলের চার মার্কিন সদস্যের অনিচ্ছায় নেপাল সাইড দিয়ে সামিট করার পরিকল্পনা বাদ দিয়ে তিব্বত সাইড দিয়ে সামিট করার পরিকল্পনা চূড়ান্ত করা হয় । তাই তিনি ১৯ এপ্রিল কাঠমুন্ডু থেকে তিব্বত এর উদ্দেশ্যে রওনা দেন ।
বেস ক্যাম্প: (About 17,000 feet)
২০ এপ্রিল তিব্বত থেকে এভারেস্ট বেস ক্যাম্প এর পথে ১৪ হাজার ফিট উচ্চতায় [b]তিংরি নামক একটা ছোট শহরে[/b] অ্যাকলামাটাইজের জন্য দুই রাত থেকে ২২ এপ্রিল বেস ক্যাম্প এ পৌঁছেন । ব্যাস ক্যাম্প এ ২২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত থাকেন । বেস ক্যাম্প তিব্বত মানে চীন এর আওতায় হলেও রীতি অনুযায়ী বা প্রয়োজনে সব মাউন্টেরিয়ান বেস ক্যাম্প থেকে নেপাল এর সময় ব্যবহার করে ।
মিডেল ক্যাম্প: (About 18,900 feet)
বেস ক্যাম্প থেকে ২৭ এপ্রিল রওনা দিয়ে ২৮ এপ্রিল মিডেল ক্যাম্প যান।
এডভাঞ্চাড বেস ক্যাম্প: (About 21,300 feet)
২৯ এপ্রিল তিনি এবিসি (Advanced Base Camp) এ আসেন এবং মূল অভিযানের জন্য অপেক্ষা করতে থাকেন । এর মধ্যে তিনি ৪ মে ঘুমানোর উদ্দেশ্যে ক্যাম্প ১ এ থেকে আসেন । তুষার পাত ও জড় এর কারনে অভিযানের অপেক্ষায় AVC তে উনাকে ১৮ মে সকাল ১০ টা পর্যন্ত অপেক্ষা করতে হয় ।
ক্যাম্প: ১ (About 23,100 feet)
১৮ মে বিকাল সকাল ১০ টায় এডভাঞ্চাড বেস ক্যাম্প থেকে ক্যাম্প ১ এর উদ্দেশ্যে রওনা দেন এবং বিকাল ৩ টা ৩০ মিনিটে ক্যাম্প ১ পৌঁছেন এবং রাত থাকেন ।
ক্যাম্প: ২ (About 25,600 feet)
১৯ মে সকাল ৮ টা ৩০ মিনিটের দিকে ক্যাম্প ১ থেকে রওনা দিয়ে বিকেল ৪ টায় ক্যাপ ২ তে পৌঁছেন এবং ক্যাম্প ২ তে রাত থাকেন ।
ক্যাম্প: ৩ (About 27,200 feet)
২০ মে সকাল ৮ টায় ক্যাম্প ২ থেকে রওনা দিয়ে ক্যাম্প ৩ এ পৌঁছেন । ক্যাম্প ৩ হাল্কা রেস্ট নিয়ে রাত ৯ টায় হেড লাইট জালিয়ে হিমালয়ের উদ্দেশ্য রওনা দেন । উল্লেখ্য ওই সময় তাপ মাত্রা ছিল মাইনাস ১৫ ডিগ্রী যা রাত তিনটার দিকে মাইনাস ৩৫ ডিগ্রী পর্যন্ত নেমে যায় ।
স্টেপ: 1-2-3 (About 27,900. 28,200. 28,500 feet)
২০ মে রাত ৯টায় ক্যাম্প ৩ থেকে রওনা দেয়ার পর যথাক্রমে ১২ টা ৩০ মিনিটে স্টেপ 1, রাত ২ টায় স্টেপ 2 এবং সকাল ৫ টায় স্টেপ 3 অতিক্রম করেন ।
হিমালয়ের চূড়া (About 29,030 feet / 8,848 meter)
স্টেপ ৩ অতিক্রম করার দুই ঘণ্টা পর ২১ মে সকাল ৭ টায় তিনি হিমালয়ের চূড়ায় উঠেন এবং পৃথিবীর উচ্চতম স্থানে বাংলাদেশের পতাকা স্বহস্তে উত্তোলন করেন সেই সাথে মাউন্ট এভারেস্ট সামিটার দের তালিকায় নাম লেখান । এভারেস্টের চূড়ায় তিনি ৩০ মিনিট থাকেন । এর মধ্যে প্রায় ১০ মিনিট সম্পূরক অক্সিজেন গ্রহণ করেন এবং বাকি ২০ মিনিট প্রাকৃতিক অক্সিজেন গ্রহণ করেন ।
---------------------------------------------------------------------------
২১ মে নেপাল সময় ভোর ৭ টায় মুহিত এভারেস্ট জয় করেন ।
---------------------------------------------------------------------------
-----------------------------
অভিনন্দন বাংলাদেশ
অভিনন্দন এম. মুহিত
-----------------------------
হিমালয় বিজয়ের পর নেমে আসা
২১ তারিখ সকাল ৭ টায় সফল ভাবে হিমালয় বিজয়ের পর ২১ তারিখ সন্ধ্যায় ক্যাম্প ২ তে আসেন এবং রাত কাটান ।
২২ তারিখ ১২ টায় ক্যাম্প ২ থেকে রওনা দিয়ে ক্যাম্প ১ হয়ে বিকাল ৪ টায় এডভাঞ্চাড বেস ক্যাম্প এ নেমে আসেন । এডভাঞ্চাড বেস ক্যাম্প এ ২২ ও ২৩ তারিখ থাকেন ।
২৪ তারিখ বেস ক্যাম্প এ আসেন এবং ঘণ্টা-খানেক সময় কাটিয়ে তিংরি নামক সেই ছোট শহরে চলে আসেন এবং ২৪ তারিখ রাত কাটান ।
২৫ মে কাঠমুন্ডু
এবং
২৮ মে বিকাল চার টা বাংলাদেশ জিয়া অন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেন । এই সময় তাকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয় ।
-----------------------------
অভিনন্দন বাংলাদেশ
অভিনন্দন এম. মুহিত
-----------------------------
ফটো / ছবি / চিত্রকলা:
এম. এ মুহিত এর তোলা ছবি দেখার আগে আমরা উনার অভিযানের রুট টা দেখে নি ।

Caption: North Route
ছবি
এভারেস্ট এর চূড়া থেকে ক্রমান্বয়ে নিচের দিকে মানে Top to Bottom নীতি অনুযায়ী ছবি সাজানো হয়েছে । নিচের প্রত্যেকটি ছবির স্বত্ব এম. এ. মুহিত সংরক্ষণ করেন এবং উনার অনুমতি সাপেক্ষে ব্লগে প্রকাশ করা হল । ধারাবাহিক ভাবে দেখার সুবিধার্থে ছবি গুলো বর্ণনার সাথে না দিয়ে এখানে দিলাম ।
Top of Mt. Everest / Mt. Everest Summit
------------------------------------------------

শিরোনাম: বাংলাদেশের পতাকা হাতে পৃথিবীর উচ্চতম স্থানে এম মুহিত

Caption: Southeast Route/ Nepal Side from top of Mt. Everest

Caption: Nepal Range from top of Mt. Everest
Caption: Staying Top of Mt. Everest without Supplementary Oxygen

Caption: Removing Supplementary Oxygen Mask

Caption: Top of Mt. Everest with Supplementary Oxygen
3rd-2nd-1st Step:
---------------------
Caption: 3rd Step
Caption: Before 3rd step
Caption: 2nd Step

Caption: 2nd Step

Caption: Mushroom Rock

Caption: 1st Step
Camp: 3
----------

Caption: Camp 3

Caption: Camp 3

Caption: Drinking at Camp 3

Caption: Before Camp 3

Caption: Way to Camp 3

Caption: Way to Camp 3
Camp: 2
---------

Caption: Camp 2

Caption: Camp 2

Caption: View from Camp 2

Caption: way to Camp 2
Camp: 1
---------
.jpg)
Caption: Camp 1

Caption: Crossing a crevesse by Ladder

Caption: Crossing a crevasse by Ladder

Caption: Way to Camp 1

Caption: Way to camp 1
ABC(Advanced Base Camp)
---------------------------

Caption: ABC(Advanced Base Camp)

Caption: ABC(Advanced Base Camp)

Caption: Full Moon at ABC
.jpg)
Caption: Way to ABC
Middle Camp
-------------

Caption: Middle Camp

Caption: Way to Middle Camp
Base Camp
-----------

Caption: Muhit's Tent at Base Camp

Caption: Base Camp
.jpg)
Caption: Base Camp

Caption: Hiking at Base Camp
Tingri (A tiny City of Tibbet)
--------

Caption: Hiking at Tingri
--------------------------------------------------------------------------
২১ মে নেপাল সময় ভোর ৭ টায় মুহিত এভারেস্ট জয় করেন ।
--------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------
এম. এ মুহিত হলেন ৮,০০০ মিটারের দুটি পর্বত জয়ী প্রথম বাংলাদেশি !
--------------------------------------------------------------------------
-----------------------------
অভিনন্দন বাংলাদেশ
অভিনন্দন এম. মুহিত
-----------------------------
--------------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১১ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




