ভাই, মামা, খালু, চাচা যা ডাকার সবই ডাকতেছি

, আমি ৫-৭ দিন অনেক কষ্ট করে একটা পোষ্ট রেড়ি করলাম। কিন্তু আমার পোষ্টটি ড্রাফট থেকে সরাসরি এমনি এমনি পোষ্ট হয়ে গেল

। পোষ্ট হলো ভালো কথা, পোষ্টকৃত লিখাটি ব্লগের প্রথম পেজে দেখানোর কথা, সেখানে ও দেখাইতেছেনা

। কিন্তু আমার নিজের ব্লগে লিখাটি দেখাইতেছে। এটার কারন কি আমি কিছু বুঝতাছিনা, প্লিজ হেল্প করেন। ব্লগে কি জীন ভুতের আছর পড়লো নাকি, সেটাও তাড়াতারি জানান। না হয় আমি আজ রাত্রি পর্যন্ত না খেয়ে থাকবো, মানে অনশন করবো

। আর রাত্রি পর্যন্ত না খেয়ে থেকে যদি আমার ওজন ১০গ্রাম কমে যায় তাহলে এটার সম্পূর্ন দায় দায়িত্ব সামু কে বহন করতে হবে বলে দিলাম কিন্তু

।
{বিঃ দ্রঃ আমার এই পোষ্টটি আমি ১০-১৫ দিন আগে আরো একবার পোষ্ট করেছিলাম কিন্তু তখন একটা ভুল হওয়ার কারনে এডিট করে যখন সংরক্ষন করলাম, দেখি হেড়িং টা ছাড়া পুরো পোষ্টটি গায়েব হয়ে গেছে, তাই কষ্ট করে আবার লিখছিলাম, কিন্তু আবার ওতো........
}