প্রথমে সামুর মড়ুদের কে আংশিক তিরষ্কার দেই এই জন্য যে উনারা ব্লগের নতুন ভার্সনটি পাবলিক খাইলো কি না খাইলো সে চিন্তা না করে সৈরাচারী পন্থা অবলম্বন করে ব্লগারের উপর চাপিয়ে দেয়ার জন্য
নতুন ভার্সন রিলিজ হওয়ার পর থেকে কিছু নতুন বিষয় যুক্ত হলো যেটা আগের ভার্সন টাতে ছিলো না। এর মধ্যে বিরক্তিকর বিষয়টি ছিলো ব্লগে ঢুকলেই আমি চাই কি না চাই একটা জরিপে অংশ নেয়ার জন্য ভিখিরীর মতো একটা পেজ এস হাজির হয়
আরেকটি বিষয় ইদানিং বেশী র্মম পীড়া দেয় তাহলো সামুর নির্বাচিত পোষ্ট। একটা পোষ্টে ৪-৫ টা কমেন্ট পড়লে সেটা দেখি নির্বাচিত পোষ্টে যুক্ত হয়ে যায়। এটা একটা আজিব ব্যাপার।
কোন ব্লগার যদি একটা ১৮++ পোষ্ট দেয় বা একটা রাজনীতিক পোষ্ট পাবলিশ করে ওই পোষ্ট গুলোতে তো এমনি কমেন্টে ভরে যায়। তাহলে কি পোষ্টটির সারর্মম বিচার বিবেচনা না করেই পোষ্টের কমেন্টের উপর বেজ করেই নির্বাচিতের পোষ্টে নিয়ে আসা কি র্নিভুদ্ধিতার কাজ নয়...????
তাই নির্বাচিত পোষ্ট নির্বাচনের ব্যাপারে আমার কিছু পরার্মশঃ
১. যে পোষ্টটি নির্বাচিত পোষ্টে নিয়ে আসবেন প্রথমেই দেখতে হবে পোষ্টটির টোটাল বিষয়বস্তু টি কি নিয়ে লিখা। এবং ওই লিখার যুক্তি র্তক অনুযায়ী পাবলিক ইফেক্ট কতটুকু।
২. কোন ১৮ ++ পোষ্ট নির্বাচিত পোষ্টে না নিয়ে আসা। কারন এতে ১৮+ লিখা ব্লগারেরা একটু নিরুৎসাহিত হবে। এবং ভবিষ্যতে ওরা অন্য কোন ভালো বিষয় নিয়ে পোষ্ট করবে।
৩. কমেন্টের উপর বেজ করে নির্বাচিত পোষ্ট নির্বাচন না করা। কারন কিছু ফালতু পোষ্টে অনেক কমেন্ট পরে যেটা নির্বচিত পোষ্টে অনেক বেমানান।
৪. কোন পোষ্ট নির্বাচিত পোষ্টে নির্বাচিত হওয়ার পর ওই পোষ্ট টি আবার নিচে সকল পোষ্টে না দেখানো টাই মনে হয় যুক্তি যুক্ত।
আশা করি সামুর সুদৃষ্টি আশা করবো। ধন্যবাদ সবাইকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



