আমার বিদেশ ফেরত বন্ধুকে নিয়ে সন্ধ্যা বেলায় বের হলাম বানিজ্য মেলা ঘুরে দেখানোর উদ্দেশ্যে। কিছুক্ষন হাটাঁর পর ও যখন মেলার হদিস পাইতেছিলাম না, তখন পথ নির্দেশকের সাহায্য নিয়ে জানতে পারলাম আমারা মেলার পথ ভুল করে ফেলছি

। এতো বছর ঢাকয় থেকেও বন্ধুর সামনে পথ ভুলের কথা শুনে আমার ইজ্জত আব্রু ধুলায় লুটোপুটি খেলো :!> :#> । অদৃশ্য কাউকে অপবাদ দিয়ে তারা তারি বন্ধুকে নিয়ে সঠিক পথে হাটাঁ শুরু করলাম। এবং ডাবল পথ অতিক্রম করে

শেষ পর্যন্ত মেলায় গমন করলাম। এর মধ্যে বন্ধু তার আই ফোন-৫ দিয়ে ছবি তুলায় ব্যস্ত্ হয়ে গেল। এটা সেটা অনেক ক্ষন ঘুরাঘুরি করে
হাজির বিরিয়ানীর সামনে দিয়ে আসার সময় বন্ধু বললো এতা বড় স্টল, এদের খাবার কেমন..?? আমি হাজীর বিরিয়ানী খাওয়ার পূর্বের অভিজ্ঞতা থেকে বললাম, আমাদের ঢাকা শহরে অনেকে বিরিয়ানীর মধ্যে হাজির বিরিয়ানী অনেকে পছন্দ করে। এই কথা শুনে সে বললো: চল তাহলে খেয়ে আসি। আমি বললাম দোস্ত দেখ মেলায় ওরা মনে হয় দাম টা একটু বেশী নিবে। কিন্তু সে নাছোড় বান্ধা কয় কত আর বেশী নিবে ৩০-৪০ টাকা বেশী নিলে নিক। হাজির বিরিয়ানী খাওয়ার লোভ আর ছাড়তে পারলাম না

বন্ধুর পিছু পিছু হাটা ধরলাম। ২ প্লেট বিরিয়ানী ২ জনের সামনে পরিবেশন করা হলো। সাথে খাওয়ার পূর্নতার জন্য ২ গ্লাস বোরহানী ও ছেয়ে নিলাম। খাওয়ার মধ্যে খানে দোস্ত বললো আসলেই অনেক মজার বিরিয়ানী

। আমিও ছামে হাজীর পক্ষ হয়ে ২ কথা বাড়িয়ে বললাম


। খাওয়া শেষে বন্ধু বললো কত টাকা বিল আসতে পারে..?? আমি জ্ঞানীর মতো উত্তর দিলাম

, কত আর ২ জন মিলে সবোর্চ্চ ৫০০ হতে পারে। কিছু ক্ষন পরে ওয়েটার চুলকানি হাসি দিয়ে বন্ধুর সামনে বিল টা পরিবেশন করলো। বন্ধুকে জিজ্ঞাসা করলাম কতটাকা বিল হইছে..?? সে আস্তে করে ৯৮০ টাকা


। এই কথা শুনার পর তো আমার হার্ট এট্যাক হওয়ার দশা


। চিৎকার করে বললাম কতোওওও...


...??? বিলের ডিটেইলস দেখলাম বিরিয়ানী ৩২০*২= ৬৪০


, বোরহানী ১০০

, সালাত ৬০

,

ভ্যাট ১০০

, সার্ভিস চার্জ ৮০

টোটাল ২ জনের বিল ৯৮০ টাকা। কাউন্টারে গিয়ে বললাম ভ্যাট কেন..? আর সার্ভিস চার্জ কেন..?? ওরা আমাদের এটা সেটা বুজ দিলো। কি আর করা খেয়ে যখন ফেলছি বিল টা দিয়ে চলে আসলাম

। আমরা থাকা অবস্থায় একটা ৪-৫ জনের ফ্যামিলি ডুকেছে বিরিয়ান খাওয়ার জন্য, দেখে মনে হলো ওরা একদম হায়ার ক্লাস এর না, মনে মনে চিন্তা করলাম ওদের কি অবস্থা হবে



।
এর পর যত যায়গায় ঘুরেছি বা যেটা খেয়েছি আগে থেকে দাম জিজ্ঞেস করে তার পর খেয়েছি এবং কিনেছি। তাই আপনারা যারা মেলায় ঘুরতে যাবেন খাওয়া দাওয়া করতে হলে ভেবে চিন্তে খেতে ঢুকবেন। বা আগে থেকে দাম জিজ্ঞেস করে নিবেন। না হয় খাওয়া দাওয়া করে পরে মনে কষ্ট নিয়ে বা অপমানিত হয়ে আসতে হবে :!> :#> ।
অবশ্য মেলায় আমার বন্ধুর সাথে
ফার সিরামিক্সের একটা মেয়ে ভাব জমানোর ট্রাই মারছিলো

কিন্তু পাত্তা না পেয়ে লজ্জা পেয়ে মেয়েটি কেটে পড়লো। কিন্ত আমি অভাগার দিকে কেউ ফিরে ও তাকালো না



।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২