
V-SAT নামটা যাদের কাছে অজানা , তাদের জন্য বলি এটির পুরো নাম হল Very-Small-Aperture Terminal .এটির সঙ্গে আমার পরিচয় হয় ২০০৮ সাল নাগাদ। বিগত তিন বছর যাবত আমি V-SAT এর সাহায্যে ইন্টারনেট ব্যাবহার করে আসছি । তার থেকেই এই লেখাটি । এর আর একটি ভালো দিক হল একবার সংযোগ হয়ে গেলে আর চিন্তা নেই, একেবারে uninterrupted. এটি একটি satellite ground station ।এখানে এবার জানা যাক এটি কি কাজে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। সাধারনত এটির ব্যাবহার বিভিন্ন জায়গায় হয়ে থাকে যেমন ব্যাংক, রেলওয়েজ, এয়ারপোর্ট, রুরাল এবং রিমোট এরিয়া (যেখানে ইন্টারনেট সংযোগ নেই বা পৌঁছন সম্ভব হয় নি ) , সেনা, সিকিওর connection এর দরকার যেখানে হয়ে থাকে , সেই সকল যায়গাতে এটির ব্যবহার বহুল। এটি সাধারনত TCP/IP নির্ভর LAN interconnection। এটির দ্বারা SATELLITE থেকে ইন্টারনেট সংযোগ করা সম্ভব । প্রথম দিকের V-SAT ছিল C-BAND((6 GHz) নির্ভর ,এটি প্রধানত একটি দ্বিমুখী ইন্টারনেট সংযোগ হিসাবে কাজ করে। বর্তমানে ব্যাবহার কৃত ইন্টারনেট সংযোগ গুলিতে IP এড্রেস ব্যাবহার করা হয়। যে সকল Internet providers রা এটির সংযোগ দিয়ে থাকেন তাঁরা হলেন HughesNet, StarBand ,WildBlue ,Bluestream,SatLynx প্রমুখ । আমি HughesNet ব্যাবহার করে থাকি। এবার কিছু ছবি দেখা যাক..................

satellite modem router


ku band v-sat


Switch


সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




