এন্ট্রপেনরশীপ ইকোসিস্টেম তৈরীর অন্যতম ভিত্তি/কম্পোনেন্ট হলো বিকল্প বিনিয়োগ তহবিল অবকাঠামো যা আমাদের দেশে একেবারেই অনুপস্থিত।
ভেঞ্চার ক্যাপিটাল, এঞ্জেল ক্যাপিটাল এবং ক্রাউড ফান্ডিং অবকাঠামো তৈরি এখন সময়ের দাবি যদি আমরা সত্যিকার অর্থেই আগামীতে একটি এন্ট্রপ্রেনিউরিয়াল অর্থনীতি বাস্তবায়ন করতে চাই যা ছাড়া আমাদের অর্থনীতি অচিরেই মুখ থুবড়ে পড়তে বাধ্য। মাথাপিছু আয় বৃদ্ধির শুভঙ্করের ফাঁকিতে ভেঙে পড়বে আমাদের অর্থনীতি, সমাজনীতি এমনকি রাজনীতি।
আর যদি আমরা সঠিকভাবে এই কাজটি করতে পারি তাহলে আগামী ১০ বছরে বাংলাদেশের অর্থনীতি সত্যিকার অর্থেই বদলে যাবে আর দারিদ্র বা বেকারেরা চলে যাবে জাদুঘরে, সরকার চাইলেও বেকার ভাতা দেয়ার লোক খুঁজে পাবে না।
আভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মাধ্যমে (সাথে আছে গোদের উপর বিষফোঁড়া দৃশ্যমান ও অদৃশ্য খেলাপি ঋণ যা জ্যামিতিক হারে ক্রমবর্ধমান) আমরা ইতোমধ্যেই আমাদের ভবিষ্যৎ তিন প্রজন্মের উপার্জন খেয়ে ফেলেছি যার অধিকার আমাদের নেই ।তাই এখনো সময় আছে এই পাপের কিছুটা প্রায়শ্চিত্ত করার।
সত্যিকার অর্থে বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়ন অবকাঠামো অনুপস্থিত থাকলেও উদ্যোক্তা নিধন ব্যবস্থা খুবই কার্যকর!
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৬