রাজনৈতিক প্রাণী হিসেবে বাংলাদেশের জনগণ ৫ প্রকারের
১: সক্রিয় কর্মী যারা নিজ দলের সব কিছুরই সাফাই গাইবে এবং নিজের দলকে শ্রেষ্ঠ দল হিসেবে প্রচার করবে (যেটা তার নৈতিক দায়িত্ব
২. রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ যাদের নিজস্ব কোন দল না থাকলেও রয়েছে নিজস্ব রাজনৈতিক অবস্থান, যে কোন দলের ভালো কে ভালো এবং মন্দকে বলবে(সত্যিকার অর্থে দেশের ভাগ্য এদের উপর নির্ভরশীল) কোন এক অজ্ঞাত কারণে এরা বোবা হয়ে গেছে কিংবা হালুয়া রুটির ভাত বন্টনে ব্যস্ত।
৩. সুশীল সমাজ যারা যে ডোনারের খাবে তার গুণগান করবে। জনস্বার্থের গুল্লি মারি।
৪. শিল্প-সাহিত্যিক বা বুদ্ধিজীবী সমাজ যাদের কলম থেকে কখনো রক্ত কখনো আগুন বের হবার কথা কিন্তু এখন এদের কলম থেকে কেবলই তেল বের হয়।
৫ সবশেষে আমজনতা যারা হুজুগে বাঙালি, যাদের নিজস্ব কোন চাওয়া পাওয়া বা দৃষ্টিভঙ্গি নাই, মেয়াদান্তে ভোট দেয়ার সুযোগ পেলেই গণতান্ত্রিক অধিকার চর্চার আনন্দে বগল বাজায়। মুখে যোগ্য গুলোকে ভোট দেয়ার কথা বললেও বাস্তবে এরা তাকেই ভোট দেয় যার কাছে নগদ লক্ষীনারায়ণ কিছু পায়। সবচেয়ে বড় দুঃখের কথা এরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কিন্তু সবাই হুকুমের দাস কিম্বা কারো না কারো আঙ্গুলের ইশারায় নাচে। সামান্য কথা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে আবার ওইসব নেতাদের কাছে ভালো কিছু আশাও করে।
সামান্য গোটা টাকার লোভে ভোট বিক্রি করবেন চোর বাটপারদের কাছে আর নিজের দুর্ভোগের দায় ঈশ্বরের উপর চাপাবেন
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:১০