একটি নিক " রাজাকার " নামে খুলার জন্য কর্তৃপক্ষকে এত কথা শুনানো হল, আর এখন কারা পুরা ব্লগ " রাজাকার রাজাকার " বলে মাতিয়ে তুলেছে।
নিকটিকে ব্যান করা হয়েছে, তারপরও কেন এত চিল্লা চিল্লি করা হচ্ছে, কর্তৃপক্ষ যদি নিকটি ব্যান না করত তাহলে কাউ কাউ করার পিছে যুক্তিকথা ছিল।
এখন প্রোটেস্ট করার জন্য কেউ যদি ফ্লাডিং হিসেবে ব্লগে পায়খানার ছবি ব্যবহার করে এবং তারপর কর্তৃপক্ষ যদি এদের ব্যান করে তাহলে কি করে কর্তৃপক্ষকে আমরা দোষারোপ করতে পারি।
আমাদের মাথার সব চিন্তা শক্তিকি ভেস্তে গেছে ?????
সামহোয়্যার ইন...ব্লগ কি করেছে ব্লগারদের জন্য তা তারা বার বার প্রমাণ করেছে। বাংলা ভাষায় ব্লগিং তারাই সবার আগে শুরু করেন আমাদের সবার জন্য, আর আজকে আমরা তাদের প্রতি এরকম ভাবে শ্রদ্ধা দেখাচ্ছি। এ ব্লগের জন্য কি আমাদের ব্লগারদের এই উপহার দেওয়ার কথা ছিল, এই কিনা আমরা ব্লগার।
যখন নিজেকে ব্লগার হিসেবে প্রকাশ করেন এবং সামহো্য়্যার ইন...ব্লগে আপনার নিকটি দেখান, একবারও কি মনে হয় না ব্লগটি আপনি কতটা উপভোগ করছেন। উপভোগ করার সময় তাদের মনে করা তো দুরে থাকুক কিন্তু এরকম একটা পরিবেশে ব্লগারদের মাথা ঠান্ডা রাখার বদলে তাদেরকে আরো উস্কানি হচ্ছে। এই কি আমাদের কাছে তাদের প্রাপ্য ছিল ????????
আমরা নিজেরাই তো প্রত্যেকটি ফ্রন্ট পেজে রাজাকার শব্দ দিয়ে মাতিয়ে তুলেছি। আমাদের কোন আবদার থাকলে তা কর্তৃপক্ষকে জানানো আমাদের দ্বায়িত্ব কিন্তু তাই বলে নিজেদেরকে এভাবে আমরা অবমাননা করছি।
মাথার সুপ্ত প্রশ্নগুলোকে জাগরিত করুন, আসুন সবাই মিলে আবারো ব্লগ উপভোগ করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


